প্রিয় কবি, পাঠক ও সুধীজন,
মনমানচিত্র-মন ও মননের অন্তর্জাল-এর চতুর্থ বর্ষপূর্তিতে আপনাদের সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা। গত চার বছরের কঠিন পথচলায় মনমানচিত্রকে আপনারা অকুন্ঠভাবে সহযোগিতা দিয়ে আজকের দিনে পৌঁছার সাহস জুগিয়েছেন। আপনাদের শুভকামনায় আমরা এই চার বছরে তিন লক্ষাধিক পাঠকের কাছে নিজেদের তুলে ধরতে পেরেছি। তাঁদের সৃজনশীল মতামত, ভাব বিনিময় এবং সুচিন্তিত পরামর্শ আমাদের পথপরিক্রমাকে সংহত, সমৃদ্ধ এবং গতিময় করেছে।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি আমাদের ওয়েবসাইটকে শিল্পসম্মত এবং গুণগতভাবে স্বতন্ত্র্য ভাবমূর্তি বজায় রাখতে। আমরা চেষ্টা করেছি সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী কবি, লেখক ও পাঠকদের কাছে নিজেদের উপস্থাপন করতে। আমরা দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করি যে, ভাষার কোন সীমান্ত নেই, তার কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন নেই; তার কোন জাত ধর্ম নেই। ভাষা হলো মানুষে মানুষে সঞ্চরণশীল এবং সমভাষী জনগোষ্ঠীর হৃৎস্পন্দন। দেশ ও কালিক পারিপার্শ্বকতায় লোকাচারের বিভিন্নতা, বৈচিত্র্য ও বহুবর্ণিল স্রোতধারায় সাহিত্য হয়ে ওঠে ভাষাভিত্তিক জাতিগোষ্ঠীর স্মারক। আমরা বিগত চার বছরে আমাদের এই অঙ্গীকার পূরণে সমর্থ হয়েছি।
আমরা নিয়মিতভাবে একক কবির কবিতা প্রকাশনার পাশাপাশি ‘প্রতিবিম্ব‘নামে ভিনভাষী কবি লেখকদের লেখার বঙ্গানুবাদ এবং ‘Alluvium: Translated Bengali Poems‘নামে বিশেষ সংখ্যা করেছি। এক্ষেত্রে পাঠকসমাজের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি। আমরা দুইটি বিশেষ সংখ্যা নিয়মিত প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করছি।
চতুর্থ বর্ষপূর্তি সংখ্যাকে আমরা তিন পর্বে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। কবিতা পর্বের নামকরণ করা হয়েছে ‘সংবেদের সংসার।’এ সংখ্যার লেখকক্রম সাজানো হয়েছে আধ্যাক্ষর ভিত্তিতে। প্রতি কবির নাম হাইপার লিংক করা আছে। লিংকে ক্লিক করে পড়তে এবং শেয়ার করতে পারবেন।
আগামীদিনের পথচলায় আপনাদের সঙ্গী করে আমরা আরো ব্যাপকভিত্তিক কর্মযজ্ঞে সামিল হবার প্রত্যাশা রাখি।
আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো।
অনন্ত পৃথ্বীরাজ
অন্তর চন্দ্র
আজিজ কাজল
ইফতেখার হালিম
ঋতো আহমেদ
ওমর কায়সার
ওসমান গণি
চন্দনকৃষ্ণ পাল
টিপু সুলতান
তাপস চত্রবর্তী
দয়াময় পোদ্দার
মৃদুল রহমান
শর্মিলা বন্দ্যোপাধ্যায়
শিশির আজম
শুভদীপ মাইতি
শেখ নুর হোসেন
সংবেদন চক্রবর্তী
সাবিনা পারভীন লীনা
সুশান্ত হালদার
সুকান্ত মন্ডল
সুবাইতা প্রিয়তি
সুহিতা সুলতানা
সৃশর্মিষ্ঠা
হোসাইন কবির
অনুবাদ কবিতা: জুয়েল মাজহার
হাইকু : মুহাইমীন আরিফ
*****************************
