You are currently viewing দুইটি কবিতা || আবদুস সালাম

দুইটি কবিতা || আবদুস সালাম

দুইটি কবিতা || আবদুস সালাম

মৃত্যুর আ্যলবাম

কবরস্থানে দেখি সাজানো মৃতদের অ্যালবাম
নিরবতার আর্তনাদ থরে থরে সাজানো

ভুল সার্টিফিকেট নিয়ে প্রহর গুনছে যুগের সংবিধান

ভুল করেও এখানে কেউ জ্বালায় না আলো
নীরব অন্ধকার গিলে নিচ্ছে সভ্যতার দম্ভ

অসুস্থ ক্যালেন্ডার

মুখ আছে কথা নেই
ভাবছেন !
না ! কেউ আমরা বোবা নই

বেলা বাড়লে বনে যায় অলৌকিক শব
সব মৃতেরা আমার আত্মীয়
প্রাগৈতিহাসিক বাজারে অভাবী ভূগোলের রাজ্যপাট

জেলিফিস চলনে থাবা বসায় সামঞ্জস্যহীন অন্ধকার
ছিঁড়ে গেছে বিশ্বাসের সূতো
মেরুদণ্ড ভেঙে নিয়েছি বহু দিন

শুরু হয় চেতনার শ্বাসকষ্ট

বাসের জানালা থেকে হারিয়ে যায় স্টপেজ
কীর্তনের মঞ্চ জুড়ে অন্ধকারের দুষ্ট ক্ষেত
উল্টে গেছে মানবিকতার কচ্ছপ
অসুস্থ ক্যালেন্ডার সাজিয়ে স্বপ্ন আঁকছে ভবিষ্যৎ
*************************

Leave a Reply