You are currently viewing একগুচ্ছ হাইকু || মুহাইমীন আরিফ

একগুচ্ছ হাইকু || মুহাইমীন আরিফ

একগুচ্ছ হাইকু || মুহাইমীন আরিফ


এপারে গোর
গাঙ হলেই পার
বসতবাড়ি


কাঠেতে শিষ
চোখা নয়তো ভোঁতা
ক্রিয়ায় চোখ


অতিথি পাখি
কোন দেশেতে ওড়া
পাসপোর্ট


ঘড়ির বাহু
জড়িয়েছে ত্রিকাল
ক্ষণের দেহ


ভূ-বিছানায়
আকাশটা মশারি
ঘুম-নিঝুম


রঙের জল
টপটপ ঝরছে
আঁকছে ফুল


নতুন জামা
সুঁই-সুতো আর মা
নববর্ষ


মানুষ নেই
চেয়ারেরা আলাপে
না হয় শেষ
********************

Leave a Reply