You are currently viewing হোসাইন কবিরের দু’টি কবিতা

হোসাইন কবিরের দু’টি কবিতা

হোসাইন কবিরের দু’টি কবিতা

বৃষ্টিস্নাত সার্সন রোড

সার্সন রোড
সন্ধ্যার নিবিড় অনুভবে
জেগে থাকে সারা রাত
অথচ তখন পৃথিবীতে কতো কী যে ঘটে যায়।

ভাবি
গতকালও এখানে ছিল সে–
ধ্যানী এক ঋষি কাক–
ঘোর-গ্রস্ত মানুষের অবিকল
খুঁজছিল শোকার্ত পালক
অঘোর বর্ষণে মেঘরঙ আলপনায়

তবু
কান পেতে রাখি–
এসব নির্জন পথে অতীত-ঘণ্টার ধ্বনি
যদি ফিরে আসে

শুনি
দূরে— কোথাও
বাতাসের কোমল ছোঁয়ায়
নদী হয়ে কারা যেন গান গায়–
অনুচ্চস্বরে– বালক-বেলায়

সাদা রঙে ভেসে যায় উড়ে যায়

এখনও ধবধবে সাদা বিছানার পাশ দিয়ে হঁটে যাই কিংবা শুয়ে থাকি–
চেতন-অবচেতনে প্রতিক্ষণে

আহা মানবজীবন, দেহ মনে বেঁচে থাকার লড়াই….
একা একা নিজেকেই লড়ে যেতে হয়

আঙিনার পরিচিত কোলাহল–
নির্জন প্রান্তরে শুকনো পাতার মর্মরে–
সাদা রঙে ভেসে যায় উড়ে যায়…..

ভাবি,
বয়স হলে মানুষ বাড়িঘর সবই হারায়
শৈশব কৈশোর যৌবনের দিনলিপি
সাদাকালো রঙে একাকার পরিত্যক্ত
বিবর্ণ ছবির–গার্বেজক্যান
ঝাপসা……অচেনা ঠেকে
সব স্মৃতিরেখা অবয়ব…..
*************************

Leave a Reply