শুভদীপ মাইতির দু’টি কবিতা
অপেক্ষা
জন্মানোর পর থেকে। প্রতিনিয়ত
উজ্জ্বল রঙের ভ্রম।
প্রত্যাশায় চেয়ে থাকা। এবং অনুক্ষণ;
অথচ আমরা ডুবে থাকি মোহজ
মৃত্যু লীলাময় ও জলের মতো সরল।
একটি পথ আজন্ম এগিয়ে যাচ্ছে সীমানার দিকে
জলসম্পদ
চিকচিক করছে।
বেঁচে থাকার মুগ্ধতা ও জীবিকায়
দাঁড়, জাল, মুক্তো, শাঁখ;
রোদ খেলছে মোহনায়
পেটুয়াঘাট মৎস্য বন্দর যক্ষের মতো
আগলে রাখছে;
ভাঙন, আগ্রাসন, শিবোহম বিপজ্জনক ঢেউ।
শেকড়ে শেকড়ে মাটি কামড়ে টানটান ছুপা রুস্তম,
অচঞ্চল ছবির ভাষা ও দেগে দেওয়া—
উপকূলবর্তী ঘূর্ণিঝড় কেন্দ্র।
অদৃশ্য তথত ও শিল্পের তাপমাত্রায় উঠে আসছে,
ট্রলার ভর্তি রুপোলি অন্নপূর্ণা আঁশটে ঘ্রাণের ফসল।
***************************
