You are currently viewing সৃশর্মিষ্ঠা’র কবিতা

সৃশর্মিষ্ঠা’র কবিতা

সৃশর্মিষ্ঠা’র কবিতা

স্মৃতি

বছরের পর বছর
পরের পর ছবি জমে

অথচ ধুলো ঝাড়তে হয় না
________________________________________

পরিহার

ডেকেছ ভেবে
তোমার কাছে যাই
আর ফিরে আসি

একটাই নাম একটানা পথ
বারবার যাতায়াতে
পথ ও পথিক
একে অন্যের ক্ষত চিনে নেয়
পাশ কাটিয়ে যায়

তুমি খেলা দেখো
ভিআইপি আসন থেকে
________________________________________

পৃথিবী

সুখ আর দুঃখ
দুই সতীনের সংসার

একজনের সাথে ঘর করলে
অন্যজন গোঁসা করে ঘর ছাড়ে
________________________________________

Leave a Reply