You are currently viewing ঋতো আহমেদের দু’টি কবিতা

ঋতো আহমেদের দু’টি কবিতা

ঋতো আহমেদের দু’টি কবিতা

বিশ্বাস

গাছ মরে গেলে সেখানে রাতের জন্ম হয়
কেওড়া জলে ধোয়া গহিন ও কালো জঙ্গি পতাকার মতো
রাত
বাতাসে ওড়ে
গাছ মরে গেলে বেঁচে থাকা ভ্রষ্ট সময় ধুঁকে ধুঁকে পচে
আগুনে আগুন লেগে অঙ্গার হয়ে ঘোরে
পৃথিবীতে বিষুবরেখায় ও
মানুষের বনে

গাছ মরে গেলে সেখানে পাপ এসে মেশে কালের মোহনায়

অত‌এব এসো সারিবদ্ধ হ‌ও হাত তোলো:
ঈশ্বর এখানে আছেন।

পাহাড়

হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে।

পাহাড় মানে আগুন-পাহাড়
এবং তার উদ্ধত ত্রিকোণমিতি নক্ষত্রের মতো জ্বলছে
অন্তরীক্ষের ওপারে
যেখানে প্রবাহিত হয় দুগ্ধ-নহর

আর শান-বাঁধানো ঘাট যেখান থেকে তুমি ও তোমরা চেয়ে আছো
টানা টানা চোখে
আর হাসছো আমার কীর্তিকলাপ দেখে:

আমি যে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি আমার স্মার্টফোন ক‌ই
আমি যে আগুনের দিকে এগিয়ে যাচ্ছি আমার ফেসবুক ক‌ই

শুধু কি হাত ও হাঁটুর উপর ভর দিয়ে কোথাও পৌঁছানো যায় আজকাল

কিন্তু তুমি হয়তো জানো না যে বহমান মেঘের আকার ধারণ করেছে
পৃথিবীর সমূহ মায়ারা
আর একটুখানি কষ্ট ঘন হলেই ঝরে পড়বে তুমি ও তোমার ঘাট
বিদ্যুৎ হয়ে
বজ্র-বিদ‍্যুৎ হয়ে স্বপ্নপাহাড়ের চূড়ায়

যেখানে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলেই আগুন আকাশকে ছুঁতে পায় এখন‌ও।
***********************

Leave a Reply