লেখা পাঠানোর শর্ত ও নিয়মাবলি

১. লেখা অবশ্যই মৌলিক হতে হবে। ইতিপূর্বে প্রকাশিত হয়েছে এমন কোন লেখা পাঠাবেন না।
 
২. অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে মূল লেখাটি সংযুক্ত করবেন।
 
৩. লেখা পাঠানোর ২ মাসের মধ্যে উক্ত লেখা অন্য কোথাও পাঠাবেন না।
 
৪.লেখার সাথে নিজস্ব ছবি সংযুক্ত করবেন।
 
৫. লেখা মনোনায়নের ক্ষেত্রে সম্পাদকের সিদ্ধান্তই চূড়ান্ত।
৬. লেখা অভ্র / ইউনিকোড ফন্টে মেইল বডিতে টাইপ অথবা ডকুমেন্ট ফাইলে পাঠাবেন। ইমেজ বা পিডিএফ গ্রহণযোগ্য নয়।
 
৭. কোন প্রকার প্রাপ্তি স্বীকার সংক্রান্ত বার্তা প্রেরণ করা হবেনা। তবে লেখা মনোনীত হলে মেইল করে জানানো হবে। লেখার সাথে নাম, ঠিকানা,মোবাইল নাম্বার দেবেন।
 
বিদ্বেষপ্রসূত, ব্যক্তিক আক্রমণাত্মক ও প্রতিহিংসামূলক যেকোন লেখাই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।