সংবেদন চক্রবর্তীর দু’টি কবিতা
বাংলা
দৃষ্টির আড়ালেও দৃষ্টি থাকে
যা শুধু মায়েরা দেখতে পায়
মাকে আমি বাংলাতেই ডাকি মা, মা
এতে কোনও প্রমাণ লাগে না!
আমি হিন্দু না তুমি মুসলমান।
মুখাগ্নি
রাস্তায় ছড়িয়ে থাকা খই যেন চূড়ান্ত আগুন
গতকাল যে, মানুষ নাম নিয়ে ঘুরে ফিরে যেত
আজ সে কেমন করে মুখে মুখে লাশ হয়ে গেছে
শ্মশান বন্ধুরা বলে আর দুজনের পর আমাদের
বডি, পড়ে থাকে একা একা, চরম প্রস্তুতি ওঠে
আমি যেন নিজেই নিজের মুখে আগুন জ্বালাই!
***********************
