সুকান্ত মণ্ডলের দু’টি কবিতা
পরম্পরা
প্রত্যেক অক্ষরে জমা থাকে ঠাকুরমার হাতের গন্ধ
নুন, কাঁচা হলুদ,
আর কচু-ডাঁটার মুখবন্ধ গল্প।
কোনো রূপকথা নয়। বরং বেঁচে থাকার রসদ।
ভাষার খুপরিতে গুঁজে রাখছে নিত্যদিন
মাটি খুঁড়লেই উঠে আসছে রান্নাঘরের শব্দ,
যেখানে পরম্পরা আসলে প্রস্তর-যুগের অভ্যর্থনা।
জন্মলিপি
ভাঙা তালার ভেতর থেকেও কথা বলছে জন্মলিপি।
বহ্নিমুখ থেকে পিছু হাঁটছে এক আদিম ভাষা,
মেঘলা দিন পেরিয়ে অবশেষে বৃষ্টিতে ফোটে
একটি নাম
একটি জনগোষ্ঠীর হারানো অস্তিত্ব।
পাঁজরের গহ্বরে বাজে সেই ধ্বনি
যা আজও বুকে নিয়ে বাঁচে কিছু কাদার মূর্তি।
*************************
