You are currently viewing শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের দু’টি কবিতা

শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের দু’টি কবিতা

শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের দু’টি কবিতা

কথা ছিল

ভাল আছ তুমি?
অরণ্য সন্ধ্যা আরও ঘন হবে,
এরকম কথা ছিল
তবে কেন দেখা গেল জ্যোৎস্নালোকে
ঝরে যাওয়া রুদ্রপলাশ,
তুমি কি এখনো অপেক্ষমান
ভাল হবে বলে ?

কোনও খবরই পাই না তোমার
আড়াল করেছ ডাকবাক্সের প্রগলভতা
সে গোপনীযতায মিশে গেল বনগন্ধ
কোন ঋতু এখন, কোন সময়?
তুমি কি সত্যিই ভাল হতে চাও?

তুমি ভাল হলে, কথা ছিল
পাকা ধানে ভরে যাবে হৈমন্তী সকাল
পায়ে পায়ে মাদলের ডাকে
আহ্লাদে গলে গিয়ে আঙুল
উঠোনে আঁকবে পিটুলির আলপনা
অথচ এখন অকাল বর্ষণ
জলে ঢেকে গেছে মাঠ
মুছে গেছে পথচিহ্ন
তবু উঁচু ডালে পাখির বাসায
জেগে আছে মা, বেঁচে আছে বাছারা
তবে কি তুমি অন্যরকম ভাল হলে?

যৌবন
————-

এতো যায় তবু কোথায় যায়
সকাল সকাল বাজার পেরিয়ে রেললাইন
তারপরেই মাঠ
চায়ের দোকান থেকে ডানদিক
ঘুরে সেলাই কারখানা
লো পাওয়ার বাল্বের আলোয়
যন্ত্রচাকায় ঘুরে ব্লাউজে ব্লাউজে
সুঁচে বিদ্ধ হয় তার সময়

দিন শেষে জ্বলে গ্যাসবাতি
পথে পথে সেঁকা হয় হাত রুটি
হুইসিলে চলে যায় আটটার ট্রেন।
সেলাই কারখানা থেকে
ক্লান্ত শরীর টেনে
সকালের যাওয়া মুছে মুছে
দিন শেষে ফেরা

এতো ফেরে তবু ফেরে কই
ফেরার মধ্যে ঢুকে থাকে
আর একটা ষড়যন্ত্রী পরের দিন
কানামাছি বৃত্ত খেলতে খেলতে
প্রাপ্ত হওয়া যৌবন পেরিয়ে যায়
জরি দেওয়া, ফিতে বাঁধা
ডিপ নেক, চোলি কাট, নানা রং
বানানো যে ব্লাউজগুলো
মনে মনে গায়ে দিতো প্রতি রাতে,
আঁটো সাঁটো ভাবে,
তারা ধীরে ধীরে কেমন
বেমানান ঢিলা হয়ে যায় ।
*********************

Leave a Reply