You are currently viewing অন্তর চন্দ্র’র দু’টি কবিতা

অন্তর চন্দ্র’র দু’টি কবিতা

অন্তর চন্দ্র’র দু’টি কবিতা

কালো বৃত্তের কালকূট

ঈশ্বর দেখছেন, কালো ধোঁয়া
ইঞ্জিন শহর কিনে ফেলছে
শহর হাঁটছে গলিপথে
রাত যাচ্ছে ভাগাড়ে
নদীগুলো বেদখল
চিন্তাসূত্র বিক্রি হচ্ছে
হাসপাতালে জায়গা নাই
ঈশ্বর কিছুই, বলছেন না—

ঈশ্বর জানেন, তিনিই সর্বশক্তিমান

চশমার গহ্বরে কালো সূর্যের মিটমিট

জুয়া খেলার তাণ্ডব ক্লাসের ছাত্রগুলো অংক শিখছে
রাতারাতি বদলে দিচ্ছে চিত্রকল্পের দৃশ্যপট

হট সমগ্র খুলে বসে— সিগ্রেট খাচ্ছে, বল্টুর বাপ
যোনীতত্ত্বের নামতাগুলো ঝিঁঝিঁপোকা অসার করল
রাতভর তাণ্ডব চলল… ওহ্! স্যার, আসুন, বসুন….

ন্যাম্পো শরীর খোয়াচ্ছে তেল শিল্পের আগুন শহরে
ধন্ন্যা পড়ে অংক শিখছে মুদ্রাস্ফীতির নিমকহারাম

ওহ্! স্যার, আসুন! অংক কষি
***********************

Leave a Reply