You are currently viewing শেখ নুর হোসেনের দু’টি কবিতা

শেখ নুর হোসেনের দু’টি কবিতা

শেখ নুর হোসেনের দু’টি কবিতা

নীরবতার কনভেনশন

একটা শব্দ, জলে ভিজে উঠছে,
তার নিচে বালুর স্তূপ—
পায়ের ছাপ রেখে গেছে একজন ভাষাহীন কৌতুকবিদ।
তার হাসির কণ্ঠনালীতে জমে আছে
একটি ভাঙা ব্যঞ্জনবর্ণ।

বাতাস এখন ব্যাকরণ শেখে না,
সে উড়ায় কাগজের মন্ত্রীসভা।
মেঘ থেকে ঝরে পড়ে না জল,
ঝরে পড়ে—
একটু আলো-অভাব,
একটু রক্তপাতহীন কান্না।

তুমি কি জানো,
প্রতিটি কান্না আসলে গোপন রাজনীতি?

তাই ডেকেছি আজ ক্রন্দনকে—
হে বহুকণ্ঠী প্রলাপ, এসো
আমাদের শিরদাঁড়ায় নামাও জলের পতাকা।

উত্তরাধিকার

পিতা এক শূন্যপদ নায়ক,
মাতৃরক্তে লেখা শোকনামা।

আমি—
ভাষাহীন আত্মজ,
যে শব্দ বানাতে গিয়ে
খুন করে ফেলেছে ব্যাকরণ।

চশমা নেই চোখে,
তবু দেখছি— অন্ধকারের শিকড়।

আমি খচ্চর নই—
আমি ক্রসফায়ারে জন্মানো কবিতা।
****************************

Leave a Reply