You are currently viewing সুবাইতা প্রিয়তির দু’টি কবিতা

সুবাইতা প্রিয়তির দু’টি কবিতা

সুবাইতা প্রিয়তির দু’টি কবিতা

রাইটার্স ব্লক

A Hungry Bird

আমার এপ্রিলীয় ব্লক খুলতে খুলতে, তোমার দ্বারা কতো আবিষ্কার হয়ে যায়! আরো বলো তুমি কিয়েরোস্তমি দেখতে, ফলে আমার মনে হয় চলুক এই ব্লক।

A 3 a.m. Bird

আমার ব্লকের কবিতায় অনাগত শব্দগুলি তোমাকে ছিটিয়ে দিয়েছি, সব পাখির মতো তুমিও খেতে ভালোবাসো শস্য; আমি মাটির একবার বলেছিলাম।
আমার চে দীর্ঘ কবি হয়ে আছে আমার ব্লকের সময়গুলি।

A Posh Bird

দ্যাখো বার্ড, পচে যাওয়া মানে রূপান্তর। তোমাকে মেনে নিতে হবে কাফকাও তীব্র দুর্গন্ধে বসেই সামসাকে আপেল দিয়েছিলেন। যেভাবে দিত ঈভ। তোমার কি মনে হয় ঈভের পর পতনের গন্ধে ভরে যায়নি দুনিয়া?
তুমি নিশ্চয়ই প্রেয়সীর রূপান্তরে আন্তরিক নাক ডুবিয়ে রেখে অস্বীকার করো না অধিগম্যতা।

দূরারোগ্য অসুখ

যন্ত্রণার মধ্য দিয়ে একবার হেঁটে এসে দেখো
মনে হবে অবিকল যেন প্রেমের বনে পাখি হয়ে ছিলে

শিকারির তীর বুকে নিয়ে দেখো
অগোচরে যা প্রেমিকের মতো স্নেহ

নির্দ্বিধায় একবার ভালোবেসে দেখো
হুবহু মৃত্যুর মতো সুখব্যথা।
************************

Leave a Reply