You are currently viewing মেহনাজ মুস্তারিন-এর দু’টি কবিতা

মেহনাজ মুস্তারিন-এর দু’টি কবিতা

মেহনাজ মুস্তারিন-এর দু’টি কবিতা

একটা টিকিট

উখিয়ায় এলিট আর অভিজাত শ্রেণীর
ভোজের আয়োজনে দেখা গেছে
তোমাকে
সকলের দৃষ্টিতে তুমি….
আর ভাবনায় “সংস্কার”
বলতে পারো ——
রাষ্ট্রগঠন না-কি নির্বাচন
নির্বাচন না-কি সংস্কার
নিম্নবিত্ত, শ্রমিক না-কি অভিজাত
শূন্যহাত না-কি আশারআলো
প্রয়োজন এখন আন্তঃনগর ট্রেনের টিকিট
মার কাছে ফিরে যাবো!
আগুনের বুকে হেঁটে না গেলে
সকলি….
অর্থহীন!

একাকী সময়

পাতাঝরার দিন মানেই
আমার পাশে সে অথবা তাঁর কাছে
আমরা
অনেকে ;
তখন খুব বেশি
মনে পড়ে, মনে পড়ে ;
অনেকগুলো ‘পা’ পড়ন্ত দুপুরে হলুদপাতা মাড়িয়ে
হেঁটে যায়…….
হাঁটতে হাঁটতে শেষ অংশে পৌঁছলে
দাঁড়িয়ে থাকা হাজারো ‘পা’
আর একটিমাত্র তর্জনী! পাতা ঝরার দিনে
ফিরবে কি সেই তারুণ্যের ঝড়!
হবে কি প্রেম মানুষে মানুষে
দুঃখের জমিনে ফলবে কি ফসল,
হবে কি কথা আর তাঁহার সাথে
বড় অবেলায় দাঁড়িয়ে সময়—-
********************

Leave a Reply