You are currently viewing আদনান সৈয়দ : গোস্টলেখকের সন্ধানে

আদনান সৈয়দ : গোস্টলেখকের সন্ধানে

আদনান সৈয়দ
গোস্টলেখকের সন্ধানে

‘আপনি কী লেখক হতে চান? নিজের গল্পটি দুনিয়াসুদ্ধ মানুষদের জানাতে চান? তাহলে আর দেরি কেন? আপনার গল্পটিই আমি শুনতে চাই। আমি আছি আপনাকে সাহায্য করতে।’ আমেরিকার বিখ্যাত গোস্টলেখক লরা স্কিফার এর ওয়েব সাইটে ঠিক এ ধরনের একটি বিজ্ঞাপণই চোখে পড়ল। কেউ চাইলে লরার ওয়েব সাইটটি ভ্রমন করে আসতে পারেন।

গোস্টলেখকের নাম শুনলে অনেকেই আঁতকে উঠেন। এই ভুতুরে লেখক আবার কারা? আমাদের দেশে গোস্টলেখকদের সম্পর্কে তেমন পরিস্কার ধারণা না থাকলেও ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর উন্নত দেশগুলোতে গোস্টলেখকদের খুব কদর। পেশাদারী সম্পর্ক বজায় রেখে চুক্তিপত্র স্বাক্ষর করে সব প্রচলিত নিয়ম মেনে একজন লেখক যখন নিজের নাম গোপন রেখে অন্য আরেকজনের লেখা তৈরি করে দেন তারাই হলেন গোস্টলেখক।

গল্পটা শুনুন। তখন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আত্মজীবনী ‘AN AMERICAN LIFE ’ সদ্য প্রকাশিত হয়েছে। পত্রিকার এক প্রতিবেদক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলেন, “ আপনার আত্মজীবনীটি সদ্য প্রকাশিত হয়েছে। আপনার প্রতিক্রিয়া কী? প্রেসিডেন্ট রিগানের ঝটপট উত্তর, “হ্যাঁ, আমিও আপনার মতই শুনেছি। ভালোই নাকি হয়েছে! একদিন সময় করে আমিও পড়ে নিব আশা করি!”

ইউরোপ বা আমারেরিকায় গোস্টলেখকদের ব্যাবসা এখন বেশ রমরমা। কারণ সেখানে মানুষের হাতে সময় নেই নিজের লেখাটি তৈরি করার। সমাজের উচ্চস্তরে যাদের বসবাস, রাজনৈতিক ব্যাক্তিত্ব, বড় নামিদামি শিল্পী থেকে শুরু করে রাস্তার ঝাড়ুদাররা হতে পারেন সেই গোস্টলেখকদের খদ্দের। একজন খদ্দের যখন একজন গোস্টলেখককে নিয়োগ দেন তখন তার সঙ্গে সম্পাদিত হয় একটি চুক্তিপত্র। চুক্তিপত্র অনুযায়ী গোস্ট লেখকগণ কখনই তাদের লেখাকে নিজের বলে দাবী করতে পারেন না। অর্থাৎ তিনি খদ্দেরের হয়ে কাজটি করে দিবেন শুধু।

চলুন দেখা যাক কীভাবে একজন সম্ভাব্য ক্রেতা বা খদ্দের তার লেখালেখি কাজগুলো সম্পাদনের জন্যে একজন গোস্টলেখককে নিয়োগ দিয়ে থাকেন। ইউরোপ এবং আমেরিকাসহ বিশ্বের অনেক দেশই মূল দশটি প্রধান ধাপ মেনে একজন খদ্দের একজন গোস্টলেখককে তার কাজ নিয়োগ দিয়ে থাকেন। চলুন সেই ধাপগুলো সম্পর্কে একটু জেনে আসি।
প্রথম ধাপঃ পরিকল্পনা
একজন খদ্দের এর প্রথম কাজ হল তার কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করা। গ্রন্থ লেখার মত প্রয়োজনীয় মাল মশলা তার হাতে আছে কিনা, প্রয়োজনীয় তথ্য প্রমানাদি ছবি সব আছে কিনা এসব নিয়ে তাকে একটি স্থির সিদ্ধান্তে আসতে হবে। তখন তিনি(খদ্দের) নিজেই নিজেকে প্রশ্ন করবেন এই গ্রন্থটি তার পাঠকদের কাছে কেন গুরুত্বপূর্ণ হবে। কেন তিনি লেখক হবেন? কি কি তথ্য থাকলে গ্রন্থটি জনপ্রিয়তা পাবে? কি কি নতুন তথ্য যোগ করে তিনি প্রকাশিতব্য গ্রন্থটির মাধ্যমে চমক সৃষ্টি করতে চান? এসব ভাবনা থেকে একজন খদ্দেরকে স্থির একটি পরিকল্পনায় আসতে হবে।

দ্বিতীয় ধাপঃ গোস্টলেখকের সন্ধানে

গ্রন্থ বা প্রজেক্ট পরিকল্পনা চুড়ান্ত হওয়ার পর এবার খদ্দের বা ক্রেতা নেমে পড়বেন প্রকৃত একজন গোস্টলেখকের সন্ধানে। সন্দেহ নেই এটি একটি কঠিন প্রক্রিয়া। কারণ যিনি গ্রন্থটি তৈরি করে দিবেন, নতুন এক জীবন দিবেন তার লেখালেখি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা। গোস্টলেখক হবেন পেশাদার, শিক্ষিত এবং তার থাকতে হবে একটি লেখক সত্তাও। আমেরিকায় একজন গোস্টলেখককে তুলনা করা হয় একজন ঘটকের সঙ্গে। একজন পেশাদার ঘটক যেমন একজন ভালো পাত্র/পাত্রীর সন্ধান দিতে পারেন ঠিক তেমনি একজন পেশাদার গোস্টলেখকও একটি অসাধারণ গ্রন্থ রচনা করে দিতে পারেন। এই ধাপে খদ্দের এর প্রধান কাজ হল একজন যথাযথ গোস্টলেখকের সন্ধান পাওয়া।

তৃতীয় ধাপঃ গোস্ট লেখকদের লেখক সত্তা থাকা জরুরী।

তৃতীয় ধাপে এসে একজন খদ্দের তার মনমত একজন গোস্টলেখককে নির্বাচিত করেন। এ ক্ষেত্রে একজন গোস্টলেখকের কিছু গুনাবলি থাকা খুব জরুরী। গোস্ট লেখকক হবেন এমন একজন লেখক যিনি সত্যিকার লেখকের হুবহু একজন কপি হবেন। প্রকৃত গোস্টলেখক হবেন প্রকৃত লেখকের জমজ ভাই এর মত।

চতুর্থ ধাপঃ গোস্টলেখকের কাজের অভিজ্ঞতা

প্রকৃত একজন গোস্টলেখককে নির্ববাচন করার আগে গোস্টলেখকের অতীতের অভিজ্ঞতা জানা খুব জরুরী। তিনি যাকে তার লেখক হিসেবে নিয়োগ দিচ্ছেন তিনি সর্ব অর্থেই সেই কাজের উপযোগী কিনা তা জানতে হবে এই ধাপে। একজন খদ্দের গোস্টলেখকের সঙ্গে কথা বলে জানতে পারেন তার লেখক অভিজ্ঞতা এবং লেখক ক্ষমতাও। অনেক গোস্টলেখকের নিজস্ব ওয়েব সাইট আছে।সেইসব ওয়েব সাইটে ঘেটে একজন খদ্দের তাদের কাজ সম্পর্কে জানতে পারেন।

পঞ্চম ধাপঃ গোস্টলেখকের দক্ষতা

একজন খদ্দের যখন একজন গোস্টলেখককে নিয়োগ দিবেন তখন তার দক্ষতা যাচাই করাও খুব গুরুত্বপূর্ণ কাজ। মনে রাখতে হবে একজন গোস্টলেখক হলেন খদ্দের এর আয়না। অতএব একজন খদ্দেরকে দক্ষতার সাথে কাগজের পাতায় তুলে আনার দক্ষতা থাকতে হবে একজনে গোস্টলেখকে।
ষষ্ঠ্য ধাপঃ কর্ম হল শুরু

একজন খদ্দের এই ধাপে এসে বুঝতে পারবেন তিনি সত্যিকার অর্থে তার কাংখিত গোস্ট লেখকের সন্ধান পেয়েছেন কিনা! গোস্টলেখক নিবাচিত হওয়ার পর শুরু হবে সত্যিকারের কাজ। গোস্টলেখক এবং তার খদ্দেরকে নিয়ম মেনে বসতে হবে, তথ্য এবং নানামুখি পরিকল্পনা আদান প্রদান করতে হবে। মূল কথা হল খদ্দেরকে তার গোস্টলেখকের সঙ্গে তার নিজের গল্পটি শেয়ার করতে হবে। পাশাপাশি গোস্টলেখকও সময় মত করে তার খদ্দেরকে তৈরি করবেন, তার সাথে বিভিন্ন গুরুত্বপূণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

সপ্তম ধাপঃ গভীরে যাওয়া

এই পযায়ে গোস্টলেখক তার তৈরি করা বিভিন্ন প্রশ্নপত্র/মিটিং/তথ্য আদান প্রদান/সব কিছু মিলিয়ে খদ্দের থেকে প্রাপ্ত তথ্য জোগাড় করে প্রাথমিক একটি খসড়া তৈরি করেন। যেমন প্রকাশিতব্য গ্রন্থের কটি অধ্যায় হবে। কোন অধ্যায়ে কোন বিষয় থাকবে, কীভাবে বইটির ভুমিক লেখা হবে সব তারা আলোচনা করবেন এই ধাপে। পাশাপাশি গোস্টলেখক সময়মত তার খদ্দেরকে প্রতি অধ্যায়ের লেখা পাঠাবেন। খদ্দের সেই লেখা পড়বেন এবং তার প্রতিক্রিয়া জানাবেন।

অষ্টম ধাপঃ শেষ মুহুর্তের কাটাকাটি

অনেক খদ্দের ঠিক শেষ মুহুর্তে এমন কিছু তথ্য খুজে পান যা হয়তো গোস্টলেখককে সময়মত দেননি বা দিতে পারেননি। এই ছোট খাট বিষয়গুলোকেও গোস্টলেখকের দৃষ্টিতে আনতে হবে। গোস্টলেখক তার খদ্দেরের দেওয়া তথ্যগুলি বিবেচনা করবেন এবং গ্রন্থে প্রয়োজনমত তুলে ধরার চেষ্টা করেন।

নবম ধাপঃ নিজের সঙ্গে প্রতারণা চলবে না

খদ্দের যখন গোস্টলেখককে নিয়োগ দেন তখন তার দেওয়া তথ্যগুলো যেন সঠিক হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। এমন কোন তথ্য গোস্টলেখককে দেওয়া ঠিক হবে না যা মিথ্যা বা কল্পনাপ্রসুত(প্রবন্ধ বা আত্মজীবনীর ক্ষেত্রে)। মনে রাখতে হবে এটি ধরনের প্রতারণা। অতএব গ্রন্থটি প্রকাশ হওয়ার পর যাতে কোন লেখক কোন সমালেচানার সম্মুখিন না হতে হয় সে ক্ষেত্রে প্রকৃতি তথ্য দেওয়া খুব জরুরী।

দশম ধাপঃ পান্ডুলিপি চুড়ান্ত

পান্ডুলিপির ১ম, ২য়,৩য় খসড়া শেষ হওয়ার পর গোস্টলেখক পান্ডুলিপিটি চুড়ান্ত করেন। পান্ডুলিপি চুড়ান্ত হওয়ার পর খদ্দের তার গোস্টলেখকের সঙ্গে চুক্তিমত সব ধরনের লেনদেন মিটে ফেলেন। গোস্টলেখকের কাজ যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় লেখক এজেন্ট এর কাজ। লেখক এজেন্টের কাজ হল পান্ডুলিপি নিয়ে প্রকাশক খুজে বেড় করা। গ্রন্থটির বিপণন করবে প্রকাশক। লেখক নিজেও সেটির অংশ হতে পারেন।।
এবার আপনাদের সামনে তুলে ধরছি আমেরিকার বিখ্যাত কিছু গ্রন্থ যেগুলো মুলত গোস্টলেখকের হাত দিয়েই তৈরি। ডেরেকলুইস নামের একটি ওয়েবসাইটে সেইসব গ্রন্থের একটি তালিকা দেওয়া হয়েছে।(https://dereklewis.com/famous-ghostwritten-books-and-their-ghostwriters/)
বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে
রোনাল্ড রিগান এর AN AMERICAN LIFE,
হিলারী ক্লিনটনের বিখ্যাত গ্রন্থ ‘IT DOESN’T TAKE A HERO, GENERAL NORM SCHWARZKOPF, “WITH PETER PETRE’,
সারাহ পলিন এর গ্রন্থ ‘GOING ROGUE, SARAH PALIN, WITH LYNN VINCENT’,
জন এফ কেনেডির গ্রন্থ ’PROFILES IN COURAGE,
আমেরিকার ফেডারেল রিজার্ভ এর চেয়ারম্যান এলান গ্রিনস্পান এর ‘THE AGE OF TURBULENCE,
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্ট এর গ্রন্থ ‘THE ART OF THE DEAL, TRUMP ORGANIZATION CEO DONALD TRUMP “WITH TONY SCHWARTZ” উল্লেখযোগ্য।
অতএব আর দেরি কেন? চাই নাকি একজন গোস্ট লেখক?

*********************************************
লেখক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক এবং অনুবাদক
*********************************************

Leave a Reply