You are currently viewing দুইটি কবিতা || জাফর ওবায়েদ

দুইটি কবিতা || জাফর ওবায়েদ

দুইটি কবিতা || জাফর ওবায়েদ

এসো

সুনির্মিত স্মৃতিমঞ্চে এসো, এসো তুমিও প্রদীপ্ত পায়ে নেলসন ম্যান্ডেলার মতো
এসো নির্ভার দৃষ্টিতে তুমুল মৃত্তিকা নাড়িয়ে মাহাথিরের মতো
এসো তর্জনী তুলে, সময়ের সঙ্গ ছুঁয়ে শেখ মুজিবের মতো।
সময়ের দাবিমঞ্চে জড়ো হতে এসো – প্রস্ফুটিত হোক স্মৃতিসিক্ত রক্তজবা
ঝলকে উঠুক দুর্বিনীত জনতার মেটেরঙ আত্মার সুগন্ধী ফুল
মহাত্মার ছায়া পড়ে আছে এই নদীবেষ্টিত
পলিমাটির সিল্কি খোপায়!

খুনের স্নানে পবিত্র এ মাটির উত্থান কিংবা পতন কারও মুখাপেক্ষী নয়
এ মাটির মানুষের সংগ্রাম, সেও মুখ থুবড়ে পড়ে থাকবে না জড়বস্তুর মতো
একদিন উঠে দাঁড়াবেই মেঘহীন প্রভাতবেলার স্মৃতিময় সূর্যোদয়ের মতো
উদ্গত আলোর তাড়নায় রাত কেটে জাগবেই ফের সোনালি সুদিন
কোটি কোটি উৎসুক চোখে খেলা করে আলোর সরণ।
—————

চিরকুট

আমাকেও তোমাদের স্বার্থের ছোরায় খুন করো
যেমন করে খুন করেছ আমার অবিকল্প পিতৃবৃক্ষের ছায়া
যেমন করে খুন করেছ আমার প্রাত্যহিক দিনের নিবন্ধিত সুরতহাল
যেমন করে খুন করেছ আমার অনাগত উত্তরসূরীর ভবিষ্যত
যেমন করে খুন করেছ আমার সমুদয় সজ্জিত স্বপ্নের বুনিয়াদ

আমাকেও তোমাদের অসুস্থ আকাঙ্ক্ষার দড়িতে খুন করো
যেমন করে খুন করেছ আমার পল্লবিত চেতনার বর্ণীল রঙ
যেমন করে খুন করেছ আমার স্বাধীন ইচ্ছের হিরণ্ময় মুকুট
যেমন করে খুন করেছ আমার মৌরশী রক্তের চিরায়ত নদী

আমাকে তোমাদের লোভের মারনাস্ত্রে নিশ্চিন্তে খুন করো
যেমন করে তোমরা খুন করো শত বছরের ইতিহাস ও ঐতিহ্য
যেমন করে খুন করো বহুযুগ লালিত মানুষের আকাঙ্ক্ষার ইশতিহার
যেমন করে খুন করো মানুষের বেঁচে থাকার বহুমাত্রিক অধিকার

আমার খুনের দায় আমি কাউকেই দেবো না, কাউকেই করবো না দোষী
আমি লিখে যাবো একটি পরিষ্কার চিরকুট, একটি বিস্ময় বার্তা
আমার মৃত্যুর জন্যে আমিই দায়ী, আর কেউ নয়…
———————————————

Leave a Reply