বিশেষ কবিতা সংখ্যা ২০২৩
আজ আমাদের বিশেষ কবিতা সংখ্যা ২০২৩ প্রকাশিত হলো। প্রচুর কবি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা অনুপ্রাণিত হয়েছি। কিন্তু সবার লেখা একসাথে প্রকাশ করা সম্ভব হয় নি। আবার অনেক নতুন লিখিয়ে গভীর ভালোবাসায় তাদের চয়িত শব্দ ও ভাবনায় মুদ্রিত কবিতাও আমাদের পাঠিয়েছেন। তাদের অনেকেই আমাদের তরুণতরু বিভাগে অন্তর্ভূক্ত হবেন। মোট ৫৫ জন কবির কবিতা ও একটি পাঠনিরীক্ষা দিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। আমরা জানি প্রতিটি আয়োজনেই কোনো না কোনো ত্রুটি থাকেই। আমাদেরও আছে। মানুষের মৌলিক বিশুদ্ধতা বলে কিছু নেই। আমাদের সীমাবদ্ধতা ও ত্রুটিকে মানবিক বিবেচনায় নিয়ে আগামীর পথচলায় সঙ্গী হবার আহবান জানাই।
প্রত্যেক কবির জন্য স্বতন্ত্র পোস্ট ব্যবহার করা হয়েছে। সুতরাং প্রত্যেকেই নিজের লিংক খুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন। আমাদের অ্যাপ খুবই নিরাপদ। ইনস্টল করে নিন আপনার মুঠোফোনে। মনমানচিত্র পড়ুন যখন তখন – যুক্ত থাকুন, ঋদ্ধ থাকুন।
কবিতা নিজেই এক সবাক প্রতিভা। তাই কবিতা নিয়ে জাজমেন্টাল হবার কিছু নেই। কাব্যামোদী পাঠক আত্মস্থ করে নেবেন কবির উচ্চারণ আপন সংবেদনশীলতায়।
চলুন কবিতা পাঠ করা যাক।
অ
আ
ঋ
এ
ক
গ
জ
ত
দ
ন
প
ফ
ব
ম
র
ল
শ
স
হ