You are currently viewing বিশেষ কবিতা সংখ্যা ২০২৩

বিশেষ কবিতা সংখ্যা ২০২৩

বিশেষ কবিতা সংখ্যা ২০২৩

আজ আমাদের বিশেষ কবিতা সংখ্যা ২০২৩ প্রকাশিত হলো। প্রচুর কবি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা অনুপ্রাণিত হয়েছি। কিন্তু সবার লেখা একসাথে প্রকাশ করা সম্ভব হয় নি। আবার অনেক নতুন লিখিয়ে গভীর ভালোবাসায় তাদের চয়িত শব্দ ও ভাবনায় মুদ্রিত কবিতাও আমাদের পাঠিয়েছেন। তাদের অনেকেই আমাদের তরুণতরু বিভাগে অন্তর্ভূক্ত হবেন। মোট ৫৫ জন কবির কবিতা ও একটি পাঠনিরীক্ষা দিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন। আমরা জানি প্রতিটি আয়োজনেই কোনো না কোনো ত্রুটি থাকেই। আমাদেরও আছে। মানুষের মৌলিক বিশুদ্ধতা বলে কিছু নেই। আমাদের সীমাবদ্ধতা ও ত্রুটিকে মানবিক বিবেচনায় নিয়ে আগামীর পথচলায় সঙ্গী হবার আহবান জানাই।

প্রত্যেক কবির জন্য স্বতন্ত্র পোস্ট ব্যবহার করা হয়েছে। সুতরাং প্রত্যেকেই নিজের লিংক খুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন। আমাদের অ্যাপ খুবই নিরাপদ। ইনস্টল করে নিন আপনার মুঠোফোনে। মনমানচিত্র পড়ুন যখন তখন – যুক্ত থাকুন, ঋদ্ধ থাকুন।

কবিতা নিজেই এক সবাক প্রতিভা। তাই কবিতা নিয়ে জাজমেন্টাল হবার কিছু নেই। কাব্যামোদী পাঠক আত্মস্থ করে নেবেন কবির উচ্চারণ আপন সংবেদনশীলতায়।

চলুন কবিতা পাঠ করা যাক।

অনিন্দিতা মিত্র

অমিতা মজুমদার

অমিতাভ সরকার

অমৃতা খেটো

আজিজ কাজল

আজিজুল রমিজ

আব্দুল্লাহ আল রিপন

আলী সিদ্দিকী

আশীক রহমান

আহমদ সায়েম

ঋতো আহমেদ

একরাম আজাদ

এলিজা খাতুন

কুমকুম দত্ত

কুমার দীপ

কুলসুম আক্তার সুমী

গোলাম রব্বানী

জারিফ আলম

জিন্নাহ চৌধুরী

জিললুর রহমান

তূয়া নূর

তৈয়বুর রহমান চৌধুরী

তৌফিকুল ইসলাম চৌধুরী

দয়াময় পোদ্দার

দেবশ্রী দে

নমিতা বসু

নুসরাত সুলতানা

পঙ্কজ মান্না

পারমিতা ভৌমিক

ফাল্গুনী ঘোষ

ফুয়াদ হাসান

বঙ্গ রাখাল

বদরুজ্জামান আলমগীর

মঈনুস সুলতান

মামুন সুলতান

মুহাইমীন আরিফ

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

মেহনাজ মুস্তারিন

মোজাম্মেল মাহমুদ

রাকীব হাসান

রাখী সরদার

রাশেদুল হৃদয়

লালন নূর

লিপি নাসরিন

লুনা রাহনুমা

শর্মিলা বন্দ্যোপাধ্যায়

শিলু সুহাসিনী

শিল্পী নাজনীন

শেলী জামান খান

সাজিদুল হক

সামসুল আলম খন্দকার

সুবাইতা প্রিয়তি

সুমন শামসুদ্দিন

সৃশর্মিষ্ঠা

হরিৎ বন্দ্যোপাধ্যায়

হোসাইন কবির

*********************************

Leave a Reply