You are currently viewing সুরের আমি- বাসব রায়

সুরের আমি- বাসব রায়

একটা সুরের পেছনে ছুটছি অনন্তকাল
অচেনা অথচ হৃদয়ছোঁয়া সে সুর
কানে বাজে, মনকে টেনে নিয়ে চলে অজানা
এক দিগন্তে যেখানে নীল মেঘরাশির আদরে
দিনের হাসি অস্তাচলে ——–

সৃষ্টিরহস্যের পাতায় চোখ বুলাই
লক্ষকোটি বছরের সে ইতিহাস আজও অনাবিষ্কৃত –
সৃষ্টির সাধ্য নেই সেই রহস্যের উন্মোচন করা
তথাপি ইতিহাস এগিয়ে চলে
গবেষণার পর গবেষণা চলমান থাকে –

আমি শুনি সেই বাঁশি যার সুরে
মোহিত হই , উন্মাদ হই অনায়াসে
সে সুর থামে না
আমারও পথের হয় না শেষ – ৷

Leave a Reply