You are currently viewing মেরাই প্রু পাড়া – হাফিজ রশিদ খান

মেরাই প্রু পাড়া – হাফিজ রশিদ খান

শংখতীরের সবুজ মেরাই প্রু পাড়া
ঘনবৃক্ষের ওপর কালিদাসী মেঘ ভারা-ভারা

বাতাস এখানে ঘিয়ে ভাজা প্রীতির পরোটা
লতা আর পাতা মাটি ও আকাশে বিজলির ছটা

আঁধারের রূপে চোখ ডুবে যায় দূরের পাহাড়ে
কুটিরে আমের পাকা ঘ্রাণ, লিচুর লোহিত খাঁজ পারে
কাছে টেনে নিতে নিতি
চাইন চাইন মারমার বাগানের এ কেমন রীতি

আষাঢ়ের বৃষ্টি ঝরে পরপর
দেখি না গতর
শুধু রাতের পাখির ডাক শুনি অবিরত
প্রখর প্রেমের মতো …

এখানে মানুষ আর কাদাজল
লেপ্টে-লেপ্টে থাকে
যেন সুদূরকালের মর্মর গজল …

Leave a Reply