You are currently viewing একগুচ্ছ কবিতা/ অমিত রেজা চৌধুরী

একগুচ্ছ কবিতা/ অমিত রেজা চৌধুরী

একগুচ্ছ কবিতা

অমিত রেজা চৌধুরী

 

ভাঙা খাঁচা

পাখি কেনাবেচার বাজারে গিয়ে দেখি,
রোজ যে দুটো ঘুঘু আমাদের উঠোনে খেতে আসত
তাদের এ্যারেস্ট করে আনা হয়েছে, বিনা ওয়ারেন্টে!

উন্নয়নভীতি পররাষ্ট্রভীতি এমনকি হায়ারার্কিভীতি নিয়েও

যার কোন ধারণা নেই,

সেও পাখি কেনাবেচার বাজারে
উদ্ধত ছুরি হাতে নিজেকে আয়নার মধ্যে দৌড়াতে দেখেছিল!

 

জ্ঞানমাত্রই নেক্রোফিলিয়াক।

 

ড্রাগনের রক্তের নেশা

কাঁটা মান্দার গাছের আরেকটা নাম মাদার

যেভাবে চন্দ্রসুড়ঙ্গের ভিতরে
খেয়ার ক্ষতগুলি আমি হৃদয় পেতে নিয়েছি

একটা ডানা নিয়ে উড়তে উড়তে যে ছোট্ট পরীটা
ফুল বিক্রি করছে পথে, থমথমে আলেয়ায়

তার মকর সংক্রান্তি, নিঝুম দৈত্য, সেতুচূর্ণ এড়াতে
আমি তরজাগানের এক নর্তক হয় আমৃত্যু নেচে চলেছি
মাঝনদীতে ডুবে যেতে থাকা ভেলার উপর।

 

ঈশ্বরের মনের বিষ হল সময়।

 

জতুগৃহ

মানুষের বেশি গভীরে যেতে নেই
আঁশবটি, উদাসী মল্লিকা, রেশমকীট বেরিয়ে আসে

মানুষের বেশি গভীরে যেতে নেই
ঘোড়দৌড়ের মাঝে হতভম্ব নীটশের ঘোড়াটি দাঁড়িয়ে পড়ে।

 

গ্রাফিক নভেলিস্টের এর বেশী এগোতে নেই।

 

 

Leave a Reply