You are currently viewing একরাম আজাদের কবিতা

একরাম আজাদের কবিতা

একরাম আজাদ

 

হ্যালোসিনেশন

 

নাগরিক চাকার মতন

আসন্ধ্যা বহুমুখী প্রতারণার রমণীয় ভিড় উজিয়ে

রাত্তিরে যখন স্ব-দখলের খুপরিতে ফেরত আসি

কিশোরী প্রেমিকার হƒদ্যতাও আর টানতে পারে না আমায়

বরং আমি সটান শুয়ে পড়ি উত্তর থেকে দক্ষিণে

অথচ

মাঝরাতে আমার দরজায় ওঠে কান্নার রোল

দুর্নীতিবাজ কোনো কালো বিড়াল

প্রাক্তনের সুর নকল করে বিলাপ ধরে

অসহ্য অতীত স্মৃতির

আর ক্রুদ্ধ আমি লাঠি-হাতে তেড়ে গিয়েও ব্যর্থ হই

প্রত্যেক প্রত্যুষ

নেহা’ত এক মামুলি বিড়াল আমায় হারিয়ে দেয়!

 

 

চাইলে তুমিও যেতে পারো

 

এইসব ন্যাকা বিরহটিরহে আমার অভ্যাস হয়ে গেছে

বিচ্ছেদে ডরাই না আর

বরং এখন ভয় হয় মিলনে⎯প্রেমে পুড়ি খুব

 

কাছে থাকলে

পান থেকে চুন খসার ভয় থাকে

প্রতারণার আতঙ্ক থাকে

বিশ্বস্ততার শিকল থাকে পায়ে

প্রেমে পড়লে আমার অসুখ বাড়ে

রাতে ঘুম হয় না

কবিতা লিখতে পারি না

ইচ্ছেমতো চাটতে পারি না জগৎ

সিগারেট জ্বালাতে গেলে কারও অনুরোধ জ্বলে ওঠে

 

মানুষীর ওমে বহুকাল তো খরচা হলো

এবার ন’য় নতুন কিছু হোক

সকলেই গেছে, চাইলে তুমিও যেতে পারো

জীবন ক’দিন নিজের মতো বাঁচুক

======================