You are currently viewing আগুন আমিন-এর গুচ্ছ কবিতা

আগুন আমিন-এর গুচ্ছ কবিতা

আগুন আমিন-এর গুচ্ছ কবিতা

মুক্তির ডাক

কোথায় তোরা আয়রে ছুটে মুক্তিকামী বন্ধুগণ,
গড়ব ঐক্য ধরব লাঠি ভাঙব আজি দুঃশাসন।
কোথায় তোরা আয়রে ছুটে নিপাত করি স্বৈরাচার,
আয়রে ছুটে রক্ষা করি সংবিধানের স্তম্ভচার।

করছে হুকুম, ছুড়ছে গুলি মারছে মানুষ নির্বিচারে-
ভাঙছে বাড়ি, করছে লোপাট, দিচ্ছে জাতির স্বপ্ন পুড়ে!
আয়রে ছুটে ভাঙব রে আজ রক্তপায়ীর মবের খেল,
মুক্ত করে আনব যারা বিনাদোষে খাটছে জেল।

স্বাধীন দেশে ধরছে কে রে গনতন্ত্রের গলা চেপে,
উৎপীড়িতের আর্তনাদে খোদার আরশ উঠছে কেঁপে!
কোথায় তোরা আয়রে ছুটে দলে দলে শপথ কর,
আয়রে ছুটে রক্ষা করি স্বাধীনতার আতূরঘর।

মুছে দিতে চাইছে কে রে একাত্তরের ইতিহাস?
সপ্তনরক সর্প আমি করব আজি তার বিনাশ।
বাজা তোরা বাজা রে বীণ বজ্রস্বরে বীণ বাজা,
দলে দলে চারিদিকে দেশদ্রোহীর গোর সাজা।

বাংলা মায়ের সৈনিকেরা জয় বাংলা স্লোগান ধর
মরার আগে ধ্বংস করি রাজাকারের বংশধর।

গ্যাঁড়াকলে জনগণ

দুষ্কৃতি সারাদেশে দেখবার কেউ নাই,
এই লোক ঐ লোক সকলই খাই খাই।
নামে শুধু রাজনীতি, কারোরই নীতি নাই,
এই দল ঐ দল চরিত্র একটাই।

ক্ষমতার লড়াইয়ে মিছে টোপ ফেলছে,
জনতার বিশ্বাস নিয়ে খেল খেলছে।
হামলা-ভাংচুর-লুটপাট চলছেই,
ঘরবাড়ি কারখানা আগুনে জ্বলছেই।
মিথ্যা মামলা অহরহ দিচ্ছেই,
প্রতিহিংসার জেরে প্রতিশোধ নিচ্ছেই।

গুম-খুন-ধর্ষণ করছেই করছে,
পালাক্রমে চোরগুলো নিজ গোলা ভরছে।
আমাদের দেশটা এভাবেই চলছে,
গ্যাঁড়াকলে জনগণ, গুণীজন বলছে।

বাকরুদ্ধ

আমি কানা দেখতে পাই না
দেখলে পরে চাপে ঘাড়ে
তাইতো কানা চোখ খুলি না!

আমি কানে শুনতে পাই না
শুনলে পরে ভেজাল বাড়ে
তাইতো কথায় কান রাখি না !

আমি বোবা বাক ফোটে না
বললে পরে শত্রু বাড়ে
চুপ থাকি তাই মুখ খুলি না!
**********************

Leave a Reply