You are currently viewing দুইটি কবিতা || রওনক আফরোজ

দুইটি কবিতা || রওনক আফরোজ

দুইটি কবিতা || রওনক আফরোজ

মৃত্যুর ছায়া

পাথর ক্ষয়ে গেলে; পাহাড় ভেঙে পড়ে।
সূর্য তপ্ত হলে; গলে জলে মিশে যায় ঈগলুআশ্রম।
তেমনি মধ্যদুপুরে মানুষের কাছ থেকে সরে যায়
মানুষেরই ছায়া।
সময়ের বুকপকেটে তখন সে তার আশ্রয়।
হয়তো একদিন তারা সঙ্গী ছিল, ছিল অভিন্ন।
পরস্পরের সাথে ছিল ভালোবাসাবাসি
তাইতো? নাকি ছিল শুধু ব্যক্তিগত বিভ্রম!
সময় তোয়াক্কা করে না কোনোকিছু,
চিচিংফাঁক মন্ত্রে খুলে দেয় সত্যের পাথুরে গুহা,
সেখানে ছড়ানো বাক্সভরা মোহের পান্না, মিথ্যে প্রেম,
সন্দেহের মুক্তোমালা, হাস্যকর অহংকার
এবং হিংসার বিষ, ক্রোধের বিচিত্র বাহার।
আরও থাকে ঘড়াভরা উত্তরহীন প্রশ্ন,
রূপোর বাটিতে হৃদয়হীনতার টলটলে জল।
তারপর সময় হলে প্লাটফর্মহীন
এক প্রাচীন স্টেশনে থেমে যায় ট্রেন;
যাত্রা অসমাপ্ত রেখে
সেই মধ্যদুপুরে সমতলে ঘাসের ওপরে
অনুযোগহীন এক মূর্তি মিলিয়ে যায়,
অপেক্ষারত অপরিচিত অথচ নিজস্ব প্রচ্ছায়ায়।

হবে না

অবশেষে কী হলো?
আমি ছুটেছি তুমিও ছুটে চলো;
এক আলোকবর্ষ পরে জানলাম,
আমরা ছুটেছি বিপরীতে;
আমি সমুদ্রে তুমি মরুতে
আমি দিগন্তে তুমি অনন্তে।
উত্তর থেকে দক্ষিণে;
সমান্তরালে নাকি কোনাকুনি,
আমি জানি না, তুমিও কী বোঝোনি?

আমি মানচিত্র পড়তে পারি না,
আমি আবহাওয়ার খবর রাখি না,
তুমিও কি তাই, জানি না।
আমরা দুজনেই খুঁজেছি দু’জনকে
ছুটেছি পরস্পরের কক্ষপথ লক্ষ্য করে,
আমাদের সাথে অদম্য আকাঙ্ক্ষা
একবার একসাথে নীহারিকা ছুঁয়ে দেখা
তারপরেও হয়নি,
আমাদের আর কোনোদিন
দেখা হলো না, হবে না।

********************

Leave a Reply