You are currently viewing আগামী – উৎপল দত্ত

আগামী – উৎপল দত্ত

দিনান্তের আলো আঁধারে এঁকেছে ছবি
জলের উপর জমেছে কণা, লুকোচুরি নয় জানি।
নির্জনতার রুপময়তা ভাঙ্গে ক্লান্ত পাখি্র ডাক
ঢেউ এর শব্দে ভাসে যুগলবন্দী সুর;
আনন্দ নেই, উচ্ছাস নেই, কোলাহল নেই
সুরের সাথে অসুরের সন্ধিতে ঝিঁ ঝিঁ পোকাও আজ অন্ধ।
আদম হাওয়ার যে গল্প হয়েছিলো শুরু তা এখনো হয়নি শেষ
পথের কিনারে রয়েছে খাদ ওপাড়ে নতুন পথের শুরু
নতুন নির্মাণে ঝড়ে পড়বে রুপালি জ্যোৎস্নার আলো।
ভালোবাসা তুমি ভালো থেকো
নতুন সূচনায় নবজন্মের পরে
সমুদ্র মন্থন করে অমৃত ছোঁয়াবো ওষ্ঠে
গল্পের যেখানে শেষ, সেখানেই হবে শুরু।

জুলাই ২৯,২০২০ ।

Leave a Reply