You are currently viewing নমিতা বসুর কবিতা

নমিতা বসুর কবিতা

নমিতা বসু

 

 দহন

 ——–

মিল নেই কোথাও,

সুর তাল লয় সব গর মিলেই।

মৃত্যুর সাথে জীবন জলে বাসা বাঁধে তবুও গান,

জ্যোৎস্নাকে আলোর মতো মনে হয়,

সাগরে ভাসলে তৃষ্ণার চুল দাড়ি সব সাদা,

শূন্য দিয়ে ওজন বাড়ে,

পাথরের সাথে জলের অবিচ্ছেদ্য দহন 

তবুও একসাথে , এভাবেই মনন।

অথচ আমরা উন্মাদের মতো মিল খুঁজে চলি 

না বুঝে সময়ের অপচয় ।

 

রঙের কৌশল

———————

একটা ভিজে ভিজে গলা নিলাম ডেকেছিল

চুলচেরা অভিজ্ঞতার সমপতনে।

সন্ধ্যার তিন রং নদী জলবায়ু 

কাগজে সীমারেখা ধরে হাঁটছিল,

গাছেদের উদ্বৃত্ত বাসনার রং মিলিয়ে মিলিয়ে।

 

সাগরের সীমানার পোশাক খুঁজতে খুঁজতে 

কালবেলা প্রৌঢ়ত্বের কঙ্কালে।

 

চাবির হদিস মেলেনি।

 

নির্বাক জল চোখে চোখে রামধনুর সাথে খুনসুটিতে।

নি:শব্দে নিরপেক্ষ সুর্য বদলে দিয়ে যায় 

লাল সাদা কালোর অবিচ্ছেদ্য হিসেব।

 

সূচিপত্রে শূন্য স্থান পুরনের জায়গা নিটোল।

===================

 

 

Leave a Reply