You are currently viewing পান্থজনের সখা- বিকাশ মজুমদার

পান্থজনের সখা- বিকাশ মজুমদার

আমি কোন ধনীর সখা নই পান্থজনের সখা
মাঠে ঘাটে পথে প্রান্তরে তাদের সঙ্গে হয় দেখা
তাদের সঙ্গে শেয়ার করি মনের অনেক কথা
সবাই পথের সঙ্গী হয় না চেষ্টা করো না বৃথা।
পথের ভিখারি হোক সে মানুষ যদি হয় ভালো
কৃষক শ্রমিক শ্রমজীবী দেখায় দিনের আলো
তাদের সঙ্গে কাটে আমার ভালোভাবে সব দিন
হত দরিদ্রের চোখে দেখি এমন সেই সুদিন।
কষ্টের পরিধি রয়েছে তাদের অনেক ব্যাপক
কর্মের মধ্যে দিয়ে দেখায় তারা অসংখ্য চমক
কোন চাটুকারিতার ধার ধারে না তারা কখনো
যতো সব চাটুকারি আছো সবে কান পেতে শোনো।
মেহনতী মানুষের কাছে হই আমি সদা নত
সেই সব মেহনতকারীদের আমি যে অনুগত
এখনো খুঁজিয়া বেড়াই পান্থজনের সেই সখা
বন্ধুত্বের হাত নিয়ে মেলি অনেক শাখা প্রশাখা।

Leave a Reply