You are currently viewing নিভিয়ে দেওয়া প্রদীপ: সফদার হাশমি

নিভিয়ে দেওয়া প্রদীপ: সফদার হাশমি

        নিভিয়ে দেওয়া প্রদীপ: সফদার হাশমি

আজ ভারতীয় প্রগতিশীল নাট্যশিল্পী সফদার হাশমির (১২ এপ্রিল ১৯৫৪- ২ জানুয়ারি ১৯৮৯) জন্মদিন। তিনি ছিলেন একজন কমিউনিস্ট নাট্যকার এবং পরিচালক। ভারতে পথনাট্যের সাথে কাজ করার জন্য সর্বাধিক পরিচিত। তিনি একজন অভিনেতা, গীতিকার এবং তাত্ত্বিকও ছিলেন এবং তাঁকে এখনও ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাগৃহে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। তিনি ভারতের ছাত্র ফেডারেশন-এর একজন কর্মী ছিলেন। ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ১ জানুয়ারি তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস সরকারের গুণ্ডাবাহিনী ও পুলিশের হাতে খুন হন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল গাজিয়াবাদের শাহিবাবাদ শিল্পাঞ্চলে “হল্লাবোল” নাটকের একাদশ প্রদর্শনী চলাকালে। গুরুতর জখম নিয়ে তিনি ২ জানুয়ারি মৃত্যুবরণ করেন। একজন শ্রমিকও ঘটনাস্থলে মারা যান। ১৯৭৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. পাশ করেন হাশমি। তিনি সিপিআই (এম)-এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। সিপিআই (এম)-এর ট্রেড ইউনিয়ন সংগঠন ‘সিটু’র পক্ষে তিনি কাজ করতেন। মৃত্যুকালে তিনি ভারতীয় জন নাট্য মঞ্চ বা জনমের আহবায়ক ছিলেন।

মনমানচিত্রের পক্ষ থেকে এই মানবতাবাদী বিপ্লবীকে জানাই জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি।

নির্মমভাবে খুন হলেও হাশমি ভারতীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। “জনম” তার থিয়েটারের কাজ চালিয়ে যাচ্ছে, এবং ১২ এপ্রিল ২০১২ সালে- হাশমির জন্মদিনে- গ্রুপটি মধ্য দিল্লির প্যাটেল নগরের কাছে শাদি খামপুরে অবস্থিত একটি পারফরম্যান্স এবং ওয়ার্কশপ স্পেস স্টুডিও সফদারের নামে উদ্বোধন করে। স্থানটি একটি বামপন্থী ক্যাফে এবং বইয়ের দোকান ‘মে দিবসে’র পাশে। লেখক ভীষম সাহনি, অন্যান্য অনেক শিল্পীর সাথে, ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে সফদর হাশমি মেমোরিয়াল ট্রাস্ট (SAHMAT) প্রতিষ্ঠা করেন- রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন শিল্পীদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ হিসেবে। হাশমির লেখাগুলি পরে দ্য রাইট টু পারফর্ম: সফদার হাশমির নির্বাচিত লেখা (নয়া দিল্লি, ১৮৮৯) হিসেবে সংগ্রহ করা হয়েছিল।

প্রতি বছর ১ জানুয়ারী, সাফদর হাশমি মেমোরিয়াল ডাকে SAHMAT দ্বারা “সমাধান দিবস” হিসাবে পালন করা হয় এবং দিনব্যাপী নয়াদিল্লিতে “জশন-ই-দৌরা” আয়োজন করা হয়। দিনটি জনাম দ্বারাও স্মরণ করা হয়, যেটি সাহিবাদের ঝান্ডাপুর গ্রামে পথ নাটকের আয়োজন করে- যেখানে তাকে হত্যা করা হয়েছিল।

সুন্দর সি দ্বারা নির্মিত ২০০৩ সালের চলচ্চিত্র “আনবে শিবম” এবং রাজকুমার সন্তোষী দ্বারা নির্মিত ২০০৮ সালের চলচ্চিত্র “হাল্লা বোল”  তার জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিল। পরবর্তীতে এমন একটি দৃশ্যও চিত্রিত করা হয়েছে যেখানে একজন রাস্তার থিয়েটার কর্মীকে একটি রাজনৈতিক দলের ভাড়া করা লোকদের দ্বারা মারধর করা হয় – যা জনবিদ্রোহের অনুঘটক হয়ে ওঠে।

১৯৮৯ সালে চিত্রশিল্পী এম.এফ. হোসেনের একটি পেইন্টিং “ট্রিবিউট টু হাশমি” নিলামে $১ মিলিয়নেরও বেশি দামে বিক্রি হয়েছিল। প্রথমবারের মতো কোনও ভারতীয় শিল্পীর আঁকা এই মূল্যায়নে পৌঁছেছিল।

সুধন্ব দেশপান্ডের (২০২০) বই “হাল্লা বোল: দ্য ডেথ অ্যান্ড লাইফ অফ সফদার হাশমি”  ১ জানুয়ারী, ১৯৮৯-তে ঝান্ডাপুরে জন নাট্য মঞ্চের “হাল্লা বোল” নাটকের অভিনয়ের উপর আক্রমণের নেতৃস্থানীয় ঘটনাগুলি বর্ণনা করে, যেখানে সফদার মারাত্মক আঘাত পেয়েছিলেন।  এতে জননাট্য মঞ্চে সফদারের কাজ নিয়েও আলোচনা করা হয়েছে।

 

 

দ্য ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন ইন সোশ্যাল সায়েন্সেস (আইআরডিএস), লখনউয়ের একটি বেসরকারি সংস্থা মানবাধিকারের অবদানের জন্য সফদর হাশমি পুরস্কার প্রদান করছে। মান্ডি হাউস, নয়াদিল্লির একটি রাস্তার নামকরণ করা হয়েছে সফদার হাশমির নামে।

====================

Leave a Reply