You are currently viewing বইবাগানে বর্ণমালার ঘ্রাণ

বইবাগানে বর্ণমালার ঘ্রাণ

বইবাগানে বর্ণমালার ঘ্রাণ

বইয়ের সাথে বাঙালী জাতির আত্মার একটি নিগূঢ় যোগসূত্র আছে, সেটি হলো রক্তাক্ত বর্ণমালা। বিশ্বের ইতিহাসে মাতৃভাষার অধিকারের জন্য আত্মদানের নজির স্থাপন করেছে বাঙলার দামাল সন্তানেরা। তাই সন্তানদের রক্তমাখা বর্ণমালার প্রতি বাঙালী মাত্রেই একটি অদম্য টান, গভীর মমত্ববোধ ও ভালোবাসার সম্পর্ক অনুভব করে থাকে। সেই অনুভব-উপলব্ধি থেকেই হয়তো বইয়ের ক্রেতা না হয়েও, অদম্য পাঠক না হয়েও শুধু বর্ণমালায় উৎসারিত এক অমিয় ঘ্রাণের টানে বইমেলায় ঘুরে বেড়ায় অসংখ্য মানুষ। একটা অজানা ঘোর, এক অবর্ণনীয় অনুভবের আচ্ছন্নতায় বিভোর মানুষগুলো বুঝি অচেতনভাবে নিজেদের ইতিহাসের পাতায় ধুলোমলিন বর্ণমালার মধ্যে খুঁজে বেড়ায়। নতুন বইয়ের প্রাণময় ঘ্রাণ নিয়ে নিজের অস্তিত্বকে ইতিহাসের অংশভাগী করার তৃপ্তি জ্বলজ্বল করে তাদের চোখেমুখে।

বর্ণমালার সেই জ্যোতি ও দ্যুতি পাঠকদের কাছে পৌঁছে দেয়ার মানসে মন-মানচিত্র বইপরিচিতি হিসেবে নিয়ে এসেছে  নিয়মিত বিভাগ বইবাগান  আমরা শুধু মেলাকেন্দ্রিক প্রকাশনা নয়, সারাবছরে প্রকাশিত বইয়ের  সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেবো। সূচনাতে বইয়ের সংখ্যা একটু বেশি এবং পরিবেশনা একটু অগোছালো হতে পারে। সেজন্য সকলের মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

নিচে বইবাগান সাজিয়ে দেয়া হলো :

১। ওমর কায়সার

দস্যূ বনহুরের মতো (কবিতা )

প্রচ্ছদ : রাজীব দত্ত

প্রকাশক : চন্দ্রবিন্দু

মূল্য ২০০ টাকা

প্রকাশকাল : ২০২২

 

 

প্রেম ও সম্পর্ক (গল্প)

প্রচ্ছদ : রাজীব দত্ত

প্রকাশক : চন্দ্রবিন্দু

মূল্য ২৬০ টাকা

প্রকাশকাল : ২০২২

 

 

২। বদরুজ্জামান আলমগীর

সঙ্গে প্রাণের খেলা

কাব্যগ্রন্থ

বদরুজ্জামান আলমগীর

প্রচ্ছদ : কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি

প্রকাশক : ঘোড়াউত্রা প্রকাশন

প্রকাশকাল: ২০২১

পরিবেশক : বোধিবৃক্ষ তলে ৫০ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স ২৫৩- ২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা ১২০৫ ghorautra@outlook.com

মূল্য ২০০টাকা US$ 10

নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে, পিছুটানে টলটলায়মান হাওয়াগুলির ভিতর, আবের পাঙখা লৈয়া, হৃদপেয়ারার সুবাস, নদীও পাশ ফেরে যদিবা হংসী বলো, ঢেউগুলো যমজ বোন, দূরত্বের সুফিয়ানা- বইগুলি হাতে পথের মোড়ে উপুড়- ঢালুর মাথায় বসা নৌকার গলুই, গলুই বদলে কখন যে হয়ে যায় বাবার ভাঙা চাহনি, ট্রেনের চাকার নিচে কাটা পড়া সবুজসাথী বই, কোন ফাঁকে বিদ্যাপাতা হয়ে পড়ে ভবিষ্যবাদী পাক পাঞ্জাতন, হাতুড়ি ও ডেউয়াফলের মিলন বীক্ষায় তৃতীয় নয়ন, দোয়া আর আশিসে বালুভাত তথায় কেমন যাদু বলে শূন্যে মারে ওড়া, গুটিবসন্তের দাগে ছিটখই বাঁশবাগানের মাথার উপর ফুটে ওঠে তারাদের বেতফল জোড়া জোড়া। দুনিয়া দীঘলে ব্যথার কনফারেন্স বসে, সুরের কৃষিকাজ, আর কাঙখের কলস একা ও একসঙ্গে ডোবে ও ভাসে।।

৩। আলী সিদ্দিকী

 

মানুষই আহার্য, ধর্মাবতার!

কাব্যগ্রন্থ

বেহুলাবাংলা প্রকাশন

স্টলঃ ৫২২, ৫২৩, ৫২৪

প্রকাশকালঃ ২০২২

পরিবেশকঃ বাতিঘর, মুক্তধারা (নিউইয়র্ক, ইউএসএ)

মূল্যঃ ১৫০ টাকা/ ৫$

 

 

অন্তর্লোকের আনাজপাতি

কাব্যগ্রন্থ

বেহুলাবাংলা প্রকাশন

স্টলঃ ৫২২, ৫২৩, ৫২৪

প্রকাশকালঃ ২০২২

পরিবেশকঃ বাতিঘর, মুক্তধারা (নিউইয়র্ক, ইউএসএ)

মূল্যঃ ১৫০ টাকা/ ৫$

 

 

ষষ্ঠশরের গীত (কবিতা)

আলী সিদ্দিকী

প্রচ্ছদ: মনিরুল মনির

প্রকাশক: খড়িমাটি, চট্টগ্রাম

পরিবেশক: বাতিঘর, খড়িমাটি, মুক্তধারা (নিউইয়র্ক, ইউএসএ)

মূল্য: ১৫০ টাকা। $৫

প্রকাশকাল: মার্চ, ২০২১

 

 

মায়াকাঞ্চন মালীর পৌরাণিক উনুন (কবিতা)

আলী সিদ্দিকী

প্রচ্ছদঃ নির্ঝর নৈঃশব্দ্য

প্রকাশকঃ আপন আলো, চট্টগ্রাম

পরিবেশক: বাতিঘর, খড়িমাটি, জলধি, মুক্তধারা (নিউইয়র্ক, ইউএসএ)

মূল্য: ১২০ টাকা/ ৫$

প্রকাশকাল: মার্চ, ২০২১

 

৪। রফিক জিবরান

 

আধাসিকির মিহিদানা, প্রথম খণ্ড

প্রকাশক: ভাঁটফুল

প্রচ্ছদ ও অলঙ্করণ: হিরন্ময় চন্দ

প্রাপ্তিস্থান: রকমারি

মূল্য: ২৫০ টাকা/ ১০ ডলার।

৫০টি প্যারাবল ও গদ্য সঙ্কলন, প্রথম খণ্ড।

 

 

৫। ঋতো আহমেদ

আদিরসাত্মক সংস্কৃত কবিতা

প্রচ্ছদঃ সারাজাত সৌম

প্রকাশকঃ বেহুলাবাংলা

প্রাপ্তিস্থানঃ বইমেলা বেহুলাবাংলা স্টল অথবা, বেহুলাবাংলা ৬১ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স ২৫৩-৫৪ এলিফেন্ট রোড কাঁটাবন (০১৬৮২২৭০৭২১) অথবা, রকমারি ডট কম

https://www.rokomari.com/book/208723/adirosattak-sonskrita-kabita

মূল্যঃ ২৩৭ টাকা

 

 

সংক্ষিপ্ত বই পরিচিতিঃ

এই বইয়ের কবিতাগুলি পড়তে গিয়ে আমরা হয়তো পৌঁছে যাবো প্রাচীন ভারতে। তারপর ধীরে ধীরে ভাঙতে থাকবে প্রাচীন ভারত সম্পর্কে আমাদের সেই আধ্যাত্মিকতার ধারণা। মনে হতে থাকবে সত্যের চেয়ে ধ্রুব আর বাস্তবতার চেয়ে অধিক সত্য আর কিছু নেই। কবিতাগুলো সেই সংস্কৃতিকেই প্রকাশ করে যেখানে উদযাপন করা হয় রক্ত-মাংসের শরীরী আনন্দ। প্রকাশ করে এমন এক দ্বিধাহীন ভাষায় যা আমাদের মনের ভেতর উদয় হতে দেয় না কোনো পাপবোধ। বরং সবসময়ই সীমা অতিক্রম না-করে লক্ষ্য রাখে নির্মল স্বাদের আদর্শের দিকে। জন্ম দেয় আনন্দ, বিস্ময় আর মুগ্ধতার। শতাব্দীর দূরত্ব অতিক্রম করে এইসব কবিতায় কবিগণ যেন আমাদেরই সমসাময়িক হয়ে ওঠেন। আর তাঁদের কবিতাগুলো অত্যন্ত সাবলীল আর আকর্ষণীয়ভাবে বিস্তর মনুষ্য অভিজ্ঞতার কথা বলে— কথা বলে প্রেমে পূর্ণতা/অপূর্ণতা, বৃদ্ধাবস্থা, দারিদ্র, তপস্যা, আর প্রকৃতির—কথা বলে এমনতর স্বরে যে, মনে হয় এগুলো আজও প্রাসঙ্গিক ও সত্য।

৬। হোসাইন কবির

ডাহুক এখনো ডাকে

কাব্যগ্রন্থ

প্রকাশক: আপন আলো

প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য

প্রকাশকাল: ২০২২

 

 

 

 

বিশ্বাসচর্চার অধিকার ও অন্যান্য প্রসঙ্গ

প্রকাশক:  খড়িমাটি

প্রচ্ছদ: ঢালী আল মামুন

প্রকাশকাল: ২০২১

মূল্য: ৩০০ টাকা, $15

 

 

 

৭। পারমিতা ভৌমিক

 

অক্ষরভূমি মধুপর্ণা

(উমা বন্দ্যোপাধ্যায়-এর কাব্যালোচনা)

প্রকাশকাল: ২০২২

কলকাতা

 

 

 

 

 

অগ্নি-আলোয় দেখি ভুবনখানি

সম্পাদনা

প্রকাশকাল: ২০২১

কলকাতা

 

 

 

 

৮। জিললুর রহমান

 

হঠাৎ রাজেন্দ্রপুর (কাব্যগ্রন্থ)

প্রচ্ছদঃ নির্ঝর নৈঃশব্দ্য

প্রকাশকঃ চন্দ্রবিন্দু প্রকাশন

পরিবেশকঃ কুরচি, দেশলাই

মূল্যঃ ২০০ টাকা

প্রকাশকালঃ ২০২২

 

 

 

আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা (কাব্যগ্রন্থ)

প্রচ্ছদঃ নির্ঝর নৈঃশব্দ্য

প্রকাশকঃ খড়িমাটি

পরিবেশকঃ বাতিঘর

মূল্যঃ ২০০ টাকা

প্রকাশকালঃ ২০২১

 

৯। লতিফুল কবির

 

হাজার বছরের বাংলাদেশ: ইতিহাসের পাঠ বৈচিত্র্য

প্রকাশক: মো. শাহাদাত হোসেন, অন্বেষা প্রকাশক।
প্রচ্ছদ: শাকির আহসানউল্লাহ।
প্রাপ্তিস্থান: ৯ বাংলাবাজার, ঢাকা। বইমেলায় অন্বেষা প্যাভেলিয়ন এবং রকমারি.কম।

মূল্য: ৪৭০ টাকা।

 

 

১০। রিজোয়ান মাহমুদ

 

মুদ্রিত কামনা থেকে

কাব্যগ্রন্থ

প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর

প্রকাশক : খড়িমাটি

পরিবেশক : খড়িমাটি

মূল্য : ১৬০ টাকা

প্রকাশকাল : ২০২০

 

১১। সাদাত সায়েম

ভরা কটাল

প্রকাশক: প্রকৃতি

প্রচ্ছদশিল্পী: তৌহিন হাসান

প্রাপ্তিস্থান: অমর একুশে বইমেলা (স্টল নং ১৮১)

প্রকৃতি ১১৪-১৫ কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন, ঢাকা

মূল্য: ১৩৫ টাকা

প্রকাশকাল: জানুয়ারি, ২০২২

ধরন: কাব্যগ্রন্থ

সাদাত সায়েমের ‘ভরা কটাল’ কাব্যগ্রন্থটি দ্বিভাষিক। বাংলা কবিতার পিঠাপিঠি ছাপা হয়েছে কবিতাগুলোর ইংরেজি অনুবাদ। অনুবাদ করেছেন জারিন তাসনিম। ৪৮ পৃষ্ঠার  বইটিতে ‘স্মৃতির চৌকাঠ’, ‘যানজট’, ‘রাক্ষসদেশের গল্প’, ‘পথ শহর ছেড়ে যাচ্ছে’, ‘ভরা-কটাল চোখ’, ‘চিরকুট’, ‘মিথুন’ ও ‘ভোরের খেয়াল’ শিরোনামের কবিতাসহ মোট ২০টি কবিতা আছে। মূলত প্রেম ও প্রকৃতি কবিতাগুলোর প্রাণ।

১২। উৎপল দত্ত

 

নক্ষত্র ছুঁয়েছি ঠোঁটে (কবিতা)

প্রচ্ছদ ও অলঙ্করণঃ শতাব্দী সোম পম্পা

প্রকাশ কালঃ প্রথম প্রকাশঃ ফাল্গুন ১৪২৭। ফেব্রুয়ারী ২০২১

প্রকাশকঃ ওসমান গনি, আগামী প্রকাশনী,

৩৬ বাংলা বাজার, ঢাকা ১১০০

মূল্যঃ ২৫০ টাকা। $১০ ।

 

 

১৩। এইচ বি রিতা

আকাশের বুকে অগ্নিস্রোত

কাব্যগ্রন্থ

প্রচ্ছদ-তন্দ্রা তাবাস্সুম

প্রকাশক-প্রিয়বাংলা

পরিবেশক-এস এম জসিম ভূঁইয়া, প্রিয়বাংলা

মূল্য-২২০ টাকা

প্রকাশকাল-২০২২ একুশে বইমেলা

 

বই ও পরিচিতি:

৯৮টি কবিতা নিয়ে এবারের বইমেলায় আসছে এইচ বি রিতা’র কাব্যগ্রন্থ ‘আকাশের বুকে অগ্নিস্রোত’।কবিতার শব্দে কোভিড-১৯ এ শোকাহত পুরো বিশ্বের একটি খন্ডচিত্র প্রকাশের মাধ্যমে

কবি এইচ বি রিতা তার’আকাশের বুকে অগ্নিস্রোত’ বইটি শুরু করেছেন। বইটিতে তিনি আমাদের

নিত্য চলার পথে ঘটে যাওয়া জীবনের বিভিন্ন ঘটনা,গল্পের আড়ালের গল্প, মানুষের সংগ্রাম তুলে

ধরার চেষ্টা করেছেন। ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয় সংবিধান লঙ্ঘনেপ্রশ্নবিদ্ধ মানবতা এবং

নীতিবোধ, সততা, বিশ্বাস উপেক্ষা করে সফলতা লাভে সার্থকতার সংজ্ঞা ভুলে যাওয়ামানুষদের

তীর্যক দৃষ্টিকোন থেকে দেখার চেষ্টা করেছেন।

 

১৪। রওশান ঋমু

 

কুয়াশার কয়েদ

কাব্যগ্রন্থ

প্রচ্ছদ ; নির্ঝর নৈঃশব্দ্য

প্রকাশক ; খড়িমাটি

পরিবেশক ; নন্দন বইঘর

মূল্য ; ২২৫ টাকা

প্রকাশকাল ; ২০২১

 

১৫। হাফিজ রশিদ খান

 

নির্বাচিত কবিতা : আদিবাসীপর্ব

প্রকাশক: চন্দ্রবিন্দু

প্রচ্ছদ: সাজ্জাদ তপু

প্রকাশকাল : জানুয়ারি, ২০২১

 

 

 

 

১৬। বঙ্গ রাখাল

 

কবিতার ঘর-বসতি

প্রচ্ছদ: গোলাম কিবরিয়া

প্রকাশক:কারুবাক

প্রাপ্তি স্থান: জাতীয় গ্রন্থমেলা স্টল ১৮১

মূল্য: ২৫০

 

 

 

১৭। সোনিয়া কাদের

 বাংলাদেশ টু আমেরিকা

প্রকাশক – মেঘদীপা প্রকাশন

প্রচ্ছদ  শিল্পী  – অরুপ বাউল

প্রাপ্তিস্থান – বাতিঘর, সিলেট  ও ফেসবুক মার্কেটপ্লেস

মূল‍্য – ৪০০ টাকা  $20

 

১৮। খালেদ হামিদী

 

আমি কি টাকা তবে

প্রকাশক: তৃতীয় চোখ

ধরণ: কবিতা

প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য

প্রকাশকাল: ২০২২

প্রাপ্তিস্থান: তৃতীয় চোখ, বাতিঘর

 

 

 

কিছুই যাবে না ফেলা

প্রকাশক:  অভিযান

প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য

ধরণ: প্রামাণ্য গল্প (ডকুফিকশন)

প্রাপ্তিস্থান: অভিযান, স্টল ৩৫৪ একুশে বইমেলা, ঢাকা।

প্রকাশকাল: ২০২১

 

 

১৯। মোস্তফা অভি

 

 

বিড়ালের কোয়ারেন্টাইন

প্রকাশক: পাললিক সৌরভ প্রকাশনী

প্রচ্ছদ: রাজীব দত্ত

মূল্য: ২৮০ টাকা

 

 

 

২০। মোস্তফা তানিম

মতিঝিলে বাঘ (থ্রিলার সায়েন্স ফিকশন)

প্রকাশক: তাম্রলিপি

বইমেলা প্যাভিলিয়ন নং: ২১

মূল্য: ৩২০

পৃষ্ঠা: ১২৮

প্রকাশকাল: ২০২২

মেটাভার্স উন্মেষ পর্ব  (সায়েন্স ফিকশন)

প্রকাশক: স্বদেশ শৈলী

মূল্য: ২৫০

পৃষ্ঠা: ৮৮

প্রকাশকাল: ২০২২

 

 

 

 

 

ইল্যুমিনাতি (থ্রিলার সায়েন্স ফিকশন)

প্রকাশক: ভিন্ন চোখ

বইমেলা স্টল নাম্বার :

মূল্য: ৩০০

পৃষ্ঠা: ১৬৮

প্রকাশকাল: ২০২১

 

 

 

মানুষ ও ভাইরাসের যুদ্ধের ইতিহাস (নন ফিকশন)

প্রকাশক: আদর্শ

মূল্য: ২৪০

পৃষ্ঠা: ১২৮

প্রকাশকাল: ২০২১

 

 

 

২১। হাসান ইমতিয়াজ

 

ভুলে যাও এইবেলা

ধরন: কাব্যগ্রন্থ

প্রকাশক: হরিৎপত্র প্রকাশনী, স্টল: ৪৮

প্রকাশকাল: বইমেলা ২২

প্রচ্ছদ: শ.ই.মামুন

কভার মূল্য: ১৮০৳, ২৫% ছাড়ে: ১৩৫ ৳

 

 

২২। মো. মুহাইমীন আরিফ

ইউক্লিডের আঙুলে বৃত্তের চাঁদ

প্রচ্ছদ : নিয়াজ চৌধুরী তুলি

প্রকাশক : স্বপ্ন ’৭১ প্রকাশন

প্রাপ্তিস্থান : স্বপ্ন ’৭১ প্রকাশন, স্টল : ৬০৮ একুশে বইমেলা ২০২২

প্রথমা, বাতিঘর, রকমারি.কম, বইচারিতা, উদার আকাশ প্রকাশন (ভারত)

মূল্য : ১৬০ টাকা

সংক্ষিপ্ত বই পরিচিতি 

হাইকু, ক্ষুদ্রতম কবিতা বিশেষ। জাপানি। মনের ভেতর থেকে উৎসরিত অবিরাম চিন্তার এক স্ফুরণ এই হাইকু, যা কবিতার মাধ্যমে স্ফুরিত এক মুহূর্তকাব্য। এক ধ্যানসমগ্র। নৈঃশব্দ্য, নিসর্গ হাইকুর অন্বিষ্ট উপাদান। এ যেন বিশেষ সময়ের নীরবতার ফুল ও তার নির্যাস। হাইকু, কবিতার একটি প্যাটার্ন। তিন পঙ্‌ক্তির সতেরো সিলেবলের এক বিস্ময়। প্রথম ও তৃতীয় পঙ্‌ক্তিতে ৫টি ও দ্বিতীয় পঙ্‌ক্তিতে ৭টি  মিলিয়ে ৫-৭-৫ ধ্বনি মাত্রার বিন্যাস। হাইকুগুচ্ছ ‘ইউক্লিডের আঙুলে বৃত্তের চাঁদ’-এ মোট ২২০টি প্রকৃতি নির্ভর ক্ল্যাসিক হাইকু অন্তর্ভুক্ত হয়েছে। যা কলাবৃত্ত ও মিশ্র কলাবৃত্ত উভয় ছন্দেই রচিত। পাঠ করুন ‘ইউক্লিডের আঙুলে বৃত্তের চাঁদ’। হাইকুকার হয়ে ভ্রমণ করুন বৃত্তের চাঁদে।

২৩। নুসরাত সুলতানা

মৌতাত

ধরণঃ ছোট গল্প সংকলন

প্রকাশ কালঃ বইমেলা ২০২২

প্রচ্ছদঃ শ. ই. মামুন

প্রকাশনীঃ হরিৎপত্র

স্টলঃ ৪৮

বিশেষ মুল্যঃ ১৩৫ টাকা

 

 

২৪। এলিজা খাতুন

 

মুমূর্ষু মোকামে

বইয়ের প্রকার : কাব্যগ্রন্থ

প্রচ্ছদঃ রাজীব দত্ত

প্রকাশকঃ অক্ষরবৃত্ত

প্রকাশকালঃ ফেব্রুয়ারি-২০২২

মূল্যঃ ২০০/- টাকা

পরিবেশকঃ ১) বাতিঘর, প্রেসক্লাব ভবন, জামাল খান রোড, চট্টগ্রাম। ২) সাহিত্য বিচিত্রা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। ৩) নন্দন বইঘর, চেরাগী মোড়, আন্দরকিল্লা, চট্টগ্রাম। ৪) www. রকমারী ডট কম/অক্ষরবৃত্ত

 

 

রক্তসমুদ্র ও একুশ আখ্যান

বইয়ের প্রকার : গল্পগ্রন্থ

প্রচ্ছদঃ ধ্রুব এষ

প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ

পরিবেশকঃ রকমারী ডট কম

প্রকাশকালঃ ফেব্রুয়ারি-২০২২

মূল্য ৪০০/- টাকা

 

২৫। রওনক আফরোজ 

হাঁটছি সকালের সাথে

ধরণ: কাব্যগ্রন্থ

প্রচ্ছদ: ধ্রুব এষ

প্রকাশক: অনন্যা। প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

পরিবেশক: মুক্তধারা (আমেরিকা),  নয়া উদ্যোগ (কোলকাতা)

মূল্য: ৩০০.০০ টাকা 

বই পরিচিতি:

সীমাহীন বেদনা, জীবনযাপনে নিত্যদিনের টানাপোড়েন, শোক ও সংঘাতের কাহিনিগুলো অধিকাংশ মানুষেরই জানা। পেশাগত কারণে এইসব জীবনের অন্দরমহলে সরাসরি আসা-যাওয়া করতে করতে নিজেও আমি বারবার সুখ-দুঃখের দ্বন্দ্বে জড়িয়ে পড়ি; মানুষকে ভালোবাসতে গিয়ে তাদের কষ্টগুলোকে ভালোবেসে ফেলি। কিন্তু আশা এবং সম্ভাবনার অপরাজেয় শক্তিকে নিজের ভেতরে ধারণ করতে পেরেছি বলেই, সেই অতিপ্রয়োজনীয় সুরম্য উত্তাপ ছড়িয়ে দিতে পেরেছি শীতার্ত মানুষের মনে। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে এটাই যে আমার পেশার নেশা। ভাবনা ও আবেগের দোলাচলকে লিপিবদ্ধ করে, আমি প্রতিফলিত করতে চেয়েছি মানুষের মনকে। কীবোর্ডের সাথে সাথে নিসর্গ তার অপার বৈচিত্র‍্যের ভান্ডার খুলে আশ্রয় দিয়েছে। প্রকৃতির কাছে আমি চিরঋণী। এ যাত্রায় গোলাপ ফুলের বুক বিক্ষত করা কীটও এক অনুষঙ্গ। এই কবিতাগ্রন্থের শেষের ষোলোটি কবিতা করোনা মহামারী সংক্রান্ত। দুইবছর-ব্যাপী আমরা একটা মহামারীর ভেতর দিয়ে যাচ্ছি, বিষয়টা এড়াই কী করে? কোনো কোনো কবিতায় খুব সুক্ষ্মভাবে একে স্পর্শ করা হয়েছে। অবশেষে সকালের আলোর মতো আশাই জীবনের মহৌষধ। আলোটুকু সবার চোখে থাকুক।

ভোকাট্টা ঘুড়ি ও অন্যরকম বসন্ত

ধরণ: কাব্যগ্রন্থ 

প্রচ্ছদ: চারু পিন্টু

প্রকাশক: আগামী

পরিবেশক: আগামী প্রকাশনী

মূল্য: ২৫০.০০ টাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২

বই পরিচিতি:

অল্পকিছু ব্যতিক্রমী মানুষকে বাদ দিয়ে বাকি সবাই আমরা নিজেদের প্রেক্ষাপটকে সামনে রেখে একটা সুচারু, ছন্দময় জীবনের প্রত্যাশা ও পরিচালনা করি। কিন্তু প্রায়শই আমাদের ইচ্ছে আর আদর্শ বিভিন্ন কারণে চ্যালেঞ্জের সম্মুখিন হয় এবং অনেকসময় নিয়ন্ত্রণ হারিয়ে সুতোছেঁড়া ঘুড়ি অথবা মেঘের মতো আমাদের জীবন লক্ষ্যহীন, অননুমেয় হয়ে পড়ে। সীমাহীন বেদনা, জীবনযাপনে নিত্যদিনের টানাপোড়ন, শোক ও সংঘাত, আনন্দ ও প্রেম নিয়ে মানুষের জীবন। কোনো নির্দিষ্ট সময়ে আমরা হৃদয়ে যে তাৎক্ষণিক আবেগটি ধারণ করি সেভাবেই অনুভব করি আমাদের প্রতিবেশকে। সে কারণে একই সময়ে, একই বিষয়ে একজন পরিতৃপ্ত প্রেমিক ও একজন পরিত্যক্ত প্রেমিকের আবেগ ও দৃষ্টিভঙ্গি ভিন্নভাবে প্রতিফলিত হয়। চিরপরিচিত পৃথিবী, প্রকৃতি ও মানুষকে তখন অন্যরকম মনে হতেই পারে। আমি সেই দোলাচলের জীবনের ভিন্নতাকেই গ্রন্থিত করতে চেষ্টা করেছি।