You are currently viewing হরিৎ বন্দ্যোপাধ্যায়ের তিনটি কবিতা

হরিৎ বন্দ্যোপাধ্যায়ের তিনটি কবিতা

হরিৎ বন্দ্যোপাধ্যায়ের তিনটি কবিতা 
যাত্রা শেষ
———–
 
মাথায় পাগড়ি বেঁধে
নামতে নামতেই
যাত্রা শেষ হয়ে গেলো 
কিছু সংলাপ কানে এসেছিল
যদিও তার সবটুকুই রাজাদের
রাজার চারপাশে
পুতুল পুতুল চেহারার মানুষগুলোর
পোশাক নিয়ে বিরাট অভিযোগ
তারা জামার শরীর থেকে
ছেঁড়া ফাটা অংশ খুঁজে খুঁজে বার করছিল ।
********************
আদর্শ সৈনিক
—————
সারাদিন 
দাঁতে দাঁত চেপে লড়াই করার পর 
সন্ধেবেলা
যে সৈনিক হেরে যায়
সে আমার জীবনের সবচেয়ে বড় আদর্শ 
তার মধ্যে
আমি একজন পরিপূর্ণ সৈনিককে খুঁজে পাই
আলো জ্বালা থেকে নিভে যাওয়া
সবটুকু তার নখদর্পণে
আমার সামনে
সে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে ।
********************
ভিখারির ডাক
—————-
সূর্যোদয়ের সময়
ভিখারিটি আমাকে ডাকল
আমি পূর্বদিকের জানলা খুললাম
সূর্য যখন মাথার ওপর
ভিখারির গলার জোর আরও বাড়ল
আমি ঘরের সব জানলা খুলে দিলাম
সূর্য যখন অনেকটাই হেলে গেছে
ভিখারির গলা কোথায় হারিয়ে গেল
আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম
পিছন ফিরে বাড়িটাকে আর দেখতে পেলাম না
বাড়িটা অন্ধকারে হারিয়ে গেছে না মন থেকে
ঠিক বুঝে উঠতে পারলাম না ।
***********************

Leave a Reply