রাখী সরদার
বিসর্জন
যারা চলে যায়
তাদের বাসি ছায়া ধীরে ধীরে
দীর্ঘ পাইনের আড়ালে মুছে গেল
যারা চলে যাবে
তাদের চোখের নীচের কালো
আরও বেশি অপ্রস্তুত
এভাবেই অনেকেই এল
অনেকেই গেল
অনেক সুতো পুড়ে পুড়ে মাটি হল
এখন সকাল থেকে সেই মাটি ছেনে
ছেনে পুতুল বানাই। আর রাত্রিকালে
স্মৃতির অন্ধকার তলদেশে তাদের
ছুড়ে দিই।
মানুষের শ্রম ও ছন্দ
গান মুড়িয়ে
মান পুড়িয়ে
বন্দুক উঁচিয়ে এই তোমরা যারা
পৃথিবীটাকে ছোটো করে ফেলছো –
তোমাদের জানা নেই
পৃথিবী নয় ,
একদিন তোমরাই হবে ঝাপসা থেকে
আরও ঝাপসাতর
সেদিন ঝড় উঠবে
রক্ত ফুটবে
মিলিত হবে মানুষের শ্রম ও ছন্দ ।
আর
তোমরা হাজার পায়ে দলিত হতে হতে
ক্রমশ বিন্দু হবে ।
বিস্ময়কর ঝড়
খুলে গেল আশ্চর্য দরজা, ওপারে
একঝলক অদৃশ্যকে দেখি–
চাঁদের আলোয় মাথা তুলছে তন্দ্রা
পাহাড়। তার পাদদেশে ভালবাসার
ছায়া। পাশে পদ্মকুণ্ড থেকে উঠে
আসছে এক বাদামি চন্দ্রবোড়া।
হিংস্র-গন্ধে ছায়ার ভিতর ডানা ঝাপটায় অপরূপ এক ময়ূর!
যার ক্ষুধার্ত দৃষ্টিভঙ্গি থেকে ঝরে পড়ে
প্রেম!
ময়ূর ও চন্দ্রবোড়া দু’জনেই স্বধর্মের
প্রতি যেন আস্থাহীন। জাতি ক্রোধ
ভুলে তারা আলিঙ্গনে মত্ত…
নীল উত্তেজনায়
আমি তাদের আলিঙ্গনের উপর ফুল
ছুঁড়তেই আমার দেখাগুলো অস্পষ্ট
হতে হতে বিলীন! দৃশ্যের ভিতর
তখন শুরু হল বিস্ময়কর ঝড়!
*************************