You are currently viewing জিন্নাহ চৌধুরীর কবিতা 

জিন্নাহ চৌধুরীর কবিতা 

জিন্নাহ চৌধুরী

 

পোস্ট চিঠি

ডাক হরকরা চিঠি বিলি করে গ্রামের আলি গলিতে,

তার ঝোলার মধ্যেই ডাকঘর,কোন ত্রুটি নেই বিলিতে।

কোথায় প্রাপক, কাকে দেবে চিঠি  সে কথা জনেনা কেউ,

মনে পড়লেই মন পোড়ে সেই  এক বিষণ্ণতার বিষাদেই।

জনতার কাছে তোমার পোস্ট চিঠি পৌঁছে একদিন গরীব পিত্রালয়,

তুমি লিখছো কতদিন দেখা নেই  আমাদের, অনাহার অর্ধাহারের কান্না শুনতে পাও, শুনতে পাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাগুলি,

আমরা কেমন আছি?,তুমি আছো এক প্রকার  ইতি- শেখ মুজিব। এক প্রকার! কী প্রকার?    কিছুইতো জানালেনা খোলাখুলি!

 

স্মরণ

কতোদিন পরে মক্তবে যেতে,

তিলকা নিয়ে তোমার কছে,

শেলোয়ারে পেয়ারা লুকানো

তোমার ছিলো  মনে আছে?

আমি নাহয় ভোলা মনে

হেরে গেছি ভাই,

তুমি ও কি সবকিছু

ভুলে গেছো তাই?

মাটির সংসার

সন্ধ্যে হবার আগেই ভেঙে যাচ্ছে গল্পের আসর।

ভোর অব্দি ওরা অপেক্ষা করবেনা

ওরা বড় ধীর …

ওদের  পূর্বপুরুষেরা যৌন আনন্দে নয় ততটা স্থির।

অন্ধকারে হারিয়ে যাচ্ছে তোমার আমার বাসর।

মাটি খুড়ে দেখো,উঠে আসবে শুধু মাটির সংসার।

 

আগে জানতামনা

খাটের ওপর এপাশ ও পাশ। ডাইনে ও বাঁয়ে,

প্রেমহচ্ছে এখন তাদের সকাল বিকালে চায়ে।

টিসুরমত এই প্রেম তাদের আর

কতদিন থাকে,

পান থেকে চুন খসলে তবে কে কার

খবর রাখে।

দু’জন যায় দুই দিকেতে এইবারেই শেষ সমোঝতায়,

পুতুলের  খিদে খাদ্য হয়ে যায় তিতা

নিমের পাতায়।

সকালের কথা বিকেলে যায় ভুলে

ধূসরতায় দিন।

অল্পেতে বিশ্বাস ব্যথা পায়, রক্ত জলহয়

মানুষ প্রেমহীন।

আগে বুঝতামনা আজ বুঝলাম প্রেমতো কষ্টের আরেক নাম,

সহজে প্রেমহয় অনেকদিন জানতাম,প্রেমের অনেক দাম আজই জানলাম।

======================

 

 

Leave a Reply