মেহনাজ মুস্তারিন
দ্বৈরথ
সময় চলে যায় নাগরিক ব্যস্ততায়,
অবশিষ্ট যা থাকে, অভিমানের ছায়ায়
ঢেকে রাখি তার সবটুকু; তুমি আর কতবার
ডাকবে বলো! এ তো সমাজ কি দেশের
ডাক নয় যে ঝাঁপিয়ে পড়তে হবে মুহূর্তে!
এ যে প্রেমের ডাক, এ যে অভিমানের আবর্তে
ঘুরপাক খায় নিত্যদিন! তারপর, যখন মন
ফিরে আসে, আমার পাশে খুঁজি যখন
তোমার ধুসরিত মুখ, মনে হয়, কখন
যেন এসে ভালোবেসে রেখে গেছ গোলাপ এক
আমারই টেবিলের পরে, আমি নির্বাক
চেয়ে থাকি! ফেলে আসা বোবা পথ
ডাক দিয়ে যায়। আমার মনের মধ্যে দ্বৈরথ
তখনও জেগে থাকে। সময় চলে যায়,
নাগরিক ব্যস্ততায়!
১/৮/২০২৩
মঙ্গলবার্তা
মৃত ভাবনাগুলো যখন নিঃশব্দে পৃথিবীর পরে
জেগে ওঠে—চারপাশটা থমথমে! অন্ধকারে
চেয়ে দেখি, বেশ খানিক দূরে
জ্বলজ্বল করছে দূটো চোখ !
এক ফালি চাঁদের মতো জিজ্ঞাসা সেই চোখ জুড়ে!
আমার মনোজগতে তিলঠাঁই জায়গা নাই, মগজ নীরব!
চোখের দিকে তাকিয়ে জানতে ইচ্ছে করলো না—-
কেমন ছিলে?
ভাবনার রাশিফল কুরে কুরে খায়
পোকা, মাকড়, কীটপতঙ্গ, আর স্যাঁতস্যাঁতে কালো মাটি।
সেখানে জমেছে ঘাস, লতায় পাতায় জড়ানো জংলী ফুল
কোন গন্ধ নেই সেই ফুলে!
মুখের লাবন্যে নেই ভেজা মাটির ছোঁয়া!
দু’চোখ তখনো খুঁজে চলেছে আলো,
আলোর ভেতরে রেখে যাওয়া ভাবনা,
ভাবনার ভেতরে লুকিয়ে থাকা বিস্ময়!
আর বিস্ময়ের কাছে রেখে যাওয়া প্রেম;
প্রেম খুঁজে চলেছে সৃজন,
আর সৃজনের দৃষ্টি মঙ্গল বার্তায়;
৬.২৯.২৩
*****************************