You are currently viewing তীর্থঙ্কর সুমিতের কবিতা

তীর্থঙ্কর সুমিতের কবিতা

তীর্থঙ্কর সুমিতের কবিতা

 

কথনের ঝলক

কত ব্যর্থতা লিখে গেছে ইতিহাসের শিরোনাম
অন্ধ মননে জেগেছিলো কালের পুতুল
আজ তাকে লিখতে হচ্ছে অতীত
কাঁচা পাকা মরুবণ একদিন
বয়স পেরিয়ে হবে প্রাচীন
তবুও তুমি কথা রাখবেনা
আলো ছায়ায় হেঁসে উঠবে

কথনের ঝলক।।

 

হেঁটে যাবে

কত কথা
ভালোবাসা অথবা মুহূর্ত
চৌরাস্তার মোড় দাঁড়িয়ে আছে একাকী
ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে দিচ্ছে
নিবিড় উত্তাপ
সময় অসময় সব যেন পাল্টে যায়
পাল্টে যায় আগামীর শৈশব
আমাদের যত ব্যর্থতা
উড়িয়ে দেব…

ধূলিঝড় বুকে নিয়ে হেঁটে যাবে অগণিত জনগণ।।

 

আরও একটা দিন

মুছে যাওয়া দিনগুলো
এখন আয়নার কথা বলে
এক পা, দু পা – প্রতি পায়ে পায়ে
ইতিহাস জড়িয়ে থাকে
কথা পাল্টানো মুহূর্তে…
“তুমি” নামে একটা ছায়া
আজ অতীতের দরজায় কড়া নাড়ে
ব্যর্থ পরিহাসের কথনে

অসমাপ্ত চিঠি আমার বালিশের নিচে
চোখের জলের…

আরও একটা দিন।।

 

বাকি গল্প

অসময়গুলো এখন বড় খাপছাড়া
সময়ের তাগিদে লিখে রাখা যত চিঠি
এখন আমার বইয়ের টেবিলজুড়ে
নানা আছিলায় আমার কালো কালির “পেন” টা
এখন ভাঙ্গনের গল্প লেখে
নদীর কাছে দাঁড়িয়ে যে বিশ্বাসের প্রতিশ্রুতি নিয়েছিলাম
আজ ভগ্নাংশের হিসাবে অতীত বলার দাবী রেখেছে
মুহূর্তে কত কিছু বদলে যায়
ঘড়ির ব্যাটারিটাও এখন স্থগিদ

আর আমি…

এসো এক কাপ চা খেতে খেতে বাকি গল্পটা বলি।।

==============================