You are currently viewing অনিন্দিতা মিত্রের কবিতা

অনিন্দিতা মিত্রের কবিতা

অনিন্দিতা মিত্র

আলোলিপির নক্ষত্ররা

এক.

পৃথিবীর স্তনবৃন্তে জমা রাখি নিজের যৌবনকাল, প্রাচীন শতাব্দীর আলো ছুঁয়ে নক্ষত্ররা টুপটাপ ঝরে পড়ে ফেনিল সমুদ্রে, আলো-আঁধারির মিলনক্ষণে নতমুখে শাখা মেলে দেয় মাধবীলতার ডাল, হিজলের বনে কেউ যেন এঁকে যায় বিরহের আলোলিপি। স্তূপাকার মেঘের ধূসর গুহায় মুখ লুকোয় চাঁদ, দূরত্বের অভিমান ভেঙে তারারা করে কানাকানি।                                                 

দুই.

মাঝে মাঝে তুমি  কবিতার জীর্ণ খাতা হাতে তুলে নিয়ে নিজেরই মনের অন্তঃপুরে জ্বালিয়ে দাও ভালোবাসার চিরাগ। কালের অণু পরমাণু ভেঙে  জন্ম নেয় রাগ অনুরাগের ছোট ছোট দানা, জলাশয়ের শান্ত জলে ফুটে ওঠে রাশি রাশি পানাফুল। সূর্যের সব রঙটুকু নিংড়ে নিয়ে উদার কণ্ঠে পৃথিবীর গান গেয়ে ওঠে মানিনী বিকেল।

 

আত্মকথন

মনোভূমির মাটিতে বিষন্নতার চারাগাছেরা ক্রমশ বেড়ে ওঠে, প্রেমিকের ঘন সবুজ রঙা শার্টের খাঁজ থেকে বেরিয়ে আসে প্রণয়ের আদিম গন্ধ, মাতৃজঠরের গায়ে খোদিত শিলালিপিতে মুখ ঘষে ক্ষুদ্র ভ্রূণ। আলোর সন্তানকে সমর্পণ করে দিই নক্ষত্রের মায়াজলে। জ্যোৎস্নার চন্দনে ধুয়ে নিই মুখ, কান্নার অন্ধকারময় খরোস্রোতা নদী ভাসিয়ে নিয়ে যেতে চায় আমাকে। শোকের ঢেউ ঠেলতে ঠেলতে দেখি আলো হাতে দাঁড়িয়ে আছে মা! 

****************************

 

Leave a Reply