You are currently viewing মহান শহীদ দিবস সংখ্যা ২০২৫

মহান শহীদ দিবস সংখ্যা ২০২৫

মহান শহীদ দিবস সংখ্যা ২০২৫

সকলকে মহান শহীদ দিবসের রক্তিম শুভেচ্ছা।
বছর ঘুরে আবার এসেছে মহান শহীদ দিবস। মাতৃভাষার অধিকারের জন্য আত্মদানকারী বাঙালী জাতি বিশ্ব ইতিহাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনের মাধ্যমে অমর হয়ে রইলো। কিন্তু পরিতাপের বিষয়, যে মাটিতে ভাষার জন্য বাঙালী জাতি রক্ত দিয়ে ইতিহাস গড়লো, সেই মাটিতেই আজ বাঙালী জাতির ভাষা ও সংস্কৃতি চরম হুমকির মুখে। সাম্প্রদায়িক শ্রেষ্ঠত্ব বাঙালীর জাতিসত্তাকে পিষ্ঠ করে মরুসংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে। তারা উত্থান ঘটিয়েছে দানবদঙ্গলের, পশুশক্তির। এই জাতিদ্রোহীরা অন্ধ আক্রোশে উৎপাটন করে ফেলছে বাঙালী জাতির সুদীর্ঘ সংগ্রাম ও লক্ষ লক্ষ প্রাণ ও সম্ভ্রমের বিনিময়ে অর্জিত সকল কীর্তি, সকল সাফল্য। চরম আক্রোশে তারা ধ্বংস করছে সাংস্কৃতিক পরম্পরা, চিরায়ত বাংলার ইতিহাস, ঐতিহ্য।
কোন জাতিকে ধ্বংস করতে হলে ধ্বংস করতে হয় তার সংস্কৃতি। আজকের বাংলাদেশে তাই-ই হচ্ছে। এমন চরম সংকটকালে অসির চেয়ে মসীকে শক্তিশালী করে তুলতে হবে আর তা একমাত্র সম্ভব কলম সৈনিকদের পক্ষে। আসুন আমরা গোল হয়ে বসি, আমরা সমবেত হই, উচ্চকন্ঠ হই। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় গড়ে তুলি দুর্বার প্রতিরোধ।
********************************

********************************

আমাদের আয়োজন: লিংকে ক্লিক করে পড়ুন।

প্রবন্ধ:
অন্তর চন্দ্র
রুশ্নি আরা
শাহ মো। জিয়া

গল্প:
আকিব শিকদার
দীলতাজ রহমান
সজল আশফাক

মুক্তগদ্য:
অন্তউরি মেঘদূত

একক কবিতা:
রশীদ হারুণ
শিশির আজম
তীর্থঙ্কর সুমিত
জাফর ওবায়েদ
অনন্ত পৃথ্বীরাজ

একুশের বর্ণরেখা:
কবিতার একপাতা

 

Leave a Reply