তীর্থঙ্কর সুমিতের গুচ্ছ কবিতা
(১)
বদলে যাওয়া
সিলেবাসে না থাকা অর্থহীন সংসারে
এখন শুধুই জঙের প্রলেপ
সব ব্যবধান খুঁটে খায় চড়ুইয়ের দল
অসহ্য যন্ত্রনার পিলারে আটকে থাকা পেরেক
একাকী ছিন্ন হয়ে শুয়ে আছে চৌরাস্তার মোড়ে
যত কাব্যের ইতিহাস ভেসে গেছে ___
দামোদরের গা ঘেঁষে …
শুধুই বদলে যাওয়া জল আর বরফ
বরফ আর জল।
(২)
আর একটা দেশ
এই তো কিছুদিন আগে
তোমার কথায় একটা পাহাড় এঁকেছিলাম
একটা নদী
আর একটা…
সমুদ্র।
বদলে যাওয়া মানচিত্রে
একটু রঙ ছিটিয়ে
একটা তুমি গড়েছিলাম।
এখন মানচিত্র জুড়ে
শুধুই বালিয়ারি ___
নদী – পাহাড় – সমুদ্র
গাঢ় রঙে রাঙায়িত হয়ে
আর একটা দেশ হতে চায়।।
(৩)
অনিচ্ছার রোদ্দুর
একাকী সময়ের নিশ্চয়তা এখন ফেরারী ___
কথনের লিপিমালা তোমার বইয়ের পাতাজুড়ে
পাল্টে যাওয়া যত ইচ্ছে,
মিলিয়ে যেতে যেতে
একদিন জড়ো হয়েছিলো বাড়ির উঠোনে
কোনো এক মায়াবী মেঘে বিলীন সময়
বৃষ্টি জলে ধুয়ে দিয়েছে আক্ষেপের বোধোদয়
অনিচ্ছার রোদ্দুর এখন আকাশময়।
(৪)
রূপকথার গভীরে
প্রতিদিন সকাল আসে
আবার মুছে যায় অন্ধকারে
নাম বিহীন কত কথা
প্রতিদিন বলি, সংঘাত হয়
আবার কখনো —
সুন্দরে সুন্দর হয়ে
জ্বলে ওঠে প্রদীপ।
এ এক অনন্ত যাত্রা
কান্না – হাসি, হাসি – কান্না
মিশে যায় রূপকথার গভীরে।
**************************