You are currently viewing অনন্ত পৃথ্বীরাজ-এর তিনটি কবিতা

অনন্ত পৃথ্বীরাজ-এর তিনটি কবিতা

অনন্ত পৃথ্বীরাজ-এর তিনটি কবিতা

১.

চাদর

শীতের তীব্রতায় বেড়ে যায় উষ্ণতার কদর
অবাঞ্ছিত ভেবে যে পিরান ফেলে রেখেছিলে
নিদানকালে তা তোমাকেই ওম দেয় গোপনে-সঙ্গোপনে।

বাবা-মাও শীতের চাদরের মতই;
বাইরের পৃথিবী থেকে আমাদের নিয়ত আগলে রাখে।

২.

পরিযায়ী

ডানায় ভর করে উড়ে আসে বাঁচার তাগিদে
ওরা আমাদের আত্মার আত্মীয়, আপনজন।
আপনজনকে ঘায়েল করতে নেই, কিন্তু কে
এই শোনে নীতিকথা?

রেস্টুরেন্টে পাখিরোস্ট খেতে কার না ভালো লাগে!

৩.

শপথ

আমরা পণ করি কেবল শপথ ভাঙ্গার জন্য
হে প্রভু, আমাকে ক্ষমতা দিন; আমি যেন
এ বিশ্বকে নিজের মতো ভোগ করতে পারি।
***********************************

Leave a Reply