You are currently viewing বিশেষ ঘোষণাঃ বাংলা কবিতার ইংরেজি অনুবাদ

বিশেষ ঘোষণাঃ বাংলা কবিতার ইংরেজি অনুবাদ

বাংলা কবিতার ইংরেজি অনুবাদ

আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রতিমাসে দশটি বাংলা কবিতার ইংরেজি অনুবাদ নিয়মিতভাবে মন-মানচিত্রের অনুবাদ বিভাগে প্রকাশ করা হবে। একজন কবি ইংরেজিতে অনুদিত কবিতাটি মূল বাংলা কবিতাসহ পাঠাবেন। উভয় কবিতা পরীক্ষাপূর্বক প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হবে। গুগল ট্র্যান্সলেট করে লেখা পাঠানো যাবে না। দীর্ঘ কবিতা পাঠাবেন না। পূর্বপ্রকাশিত লেখা গ্রহনযোগ্য নয়।

ইংরেজি থেকে বাংলায় অনুবাদের বিষয়টি বহুল ব্যবহৃত ধারা। আমরা প্রচলিত এই ধারার বাইরে গিয়ে বাংলা কবিতাকে বিশ্বলোকে প্রসারিত করার প্রয়াসে এই উদ্যোগ গ্রহন করেছি। সকলে আগ্রহী কবি তাদের অনুদিত কবিতা পাঠাতে পারেন।

আমাদের এই উদ্যোগ কোনোভাবেই নিয়মিত কবিতা প্রকাশের ব্যতয় ঘটাবে না।

আমাদের এই উদ্যোগটির সমন্বয়ে সহযোগিতা করবেন কবি ও লেখক এইচ বি রিতা

লেখা ইমেইল বডিতে টাইপ করে পাঠাবেন।

ইমেইলঃ monmanchitra@gmail.com

ভিজিট করুনঃ https://monmanchitra.com

 

Leave a Reply