ফাগুনের একমুঠো কবিতা
সকলকে শেষ ফাগুনের শুভেচ্ছা। কৃষ্ণচূড়ার রক্তিম শোভায় সমাদৃত ফাগুনের অগ্নিঝরা দিনে দিকে দিকে তারুণ্যের জয়গান। আমাদের তরুণ পূর্বপুরুষেরা ফাগুনের উদ্দামতায় মায়ের মুখের ভাষার অধিকারের জন্য দিয়েছিলো আত্মদান। আর তাদের সেই আত্মদানে অর্জিত হয়েছে মায়ের ভাষার অধিকার। ভাষার অধিকারের পথ বেয়ে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতার রক্তিম সূর্য। একুশের রক্তস্নাত পঙতিমালায় রচিত হয়েছে বাঙালী জাতির আবহমান কালের স্বপ্ন -এক স্বাধীন সার্বভৌম স্বনির্ভর জাতিসত্তা। আর এই স্বাধীন সার্বভৌম স্বনির্ভর রাষ্ট্রের জন্য প্রয়োজন স্বীয় ভাষা ও সংস্কৃতির সুষ্ঠ বিকাশ এবং অপরাপর জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ সুনিশ্চিত করা। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে ফাগুনের রক্তিম আবহে রচিত পঙতিমালা। আসুন পড়ি ফাগুনের একমুঠো রক্তিম কবিতা।
লিখছেনঃ
********************************