লালন নূর
এই ঘুম, নিদ্রাচক্র
এই ঘুম, নিদ্রাচক্র; তাতে ঘুরে ঘুরে ধারণ করেছি আমি ডুমুর-স্বভাব, লজ্জাবতী গাছ!
রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে বলো কোন মুদ্রা, কোন সে তামাশা তোমাকে নাচায় আজো চক্রে ও চক্রান্তে! যেন হাসকিং মিল থেকে হাসিমুখে ছুটে আসে সাবলীল রক্তপাত!
ফুলে ও তুলিতে নাই এত বেশি লাল, যতটুকু তুমি মুদ্রায় ধারণ কর। তবু ঘুম, নিদ্রাচক্র; ঘুরিতেছে চক্রাকার – উপরে ও নিচে!
এই ঘুম, নিদ্রাচক্র; তাতে ঘুরে ঘুরে ধারণ করেছি আমি ডুমুর-স্বভাব, লজ্জাবতী গাছ!
গোত্রপতির লীলা ও কৌতুক
তুমি ভালো করে জানো নিজের চরিত্রে
নিজে নিজে অভিনয় করা একেবারে অসম্ভব—
তাই তোমার চরিত্র ফুটিয়ে তুলতে
আমাকে নকল সেয়ানা সাজিয়ে
মঞ্চের কৌতুকে কূট-অভিনয়টুকু
ও গো গোত্রপতি,
সাজঘরে বসে গোপনে ফলাও
===================