You are currently viewing মামুন সুলতানের কবিতা

মামুন সুলতানের কবিতা

মামুন সুলতান

 

সঙ্গ-প্রসঙ্গ

 

আর কারো সঙ্গ চাইনা মল্লিকা এই মোহনায়

পক্ষী কিংবা মৎস্যসঙ্গ মরণকালে কেউ চাইতে পারে না

মৃত্যুসভায় ওষ্ঠরা কখনো নড়ে না

ধরো এই মুহূর্তে আমার চারদিকে অবশিষ্ট কেউ নেই

 

তোমার প্রসঙ্গ এলে সঙ্গীহীন 

হতাশ এক পৃথিবী হাঁটুগেড়ে বসে

নিরাশ চোখে আমার দিকে তাকায়

চৈতালি মাঠের মত ঠাট্টা করে বেরসিক হাসিতে ফেটে পড়ে

মাঝে মাঝে থুতনি তুলে আড়চোখে দেখে

দেখুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না

 

ও পাখি উড়াল মারো আমার সঙ্গ ছাড়ো এখুনি

আমার কোনো প্রসঙ্গ নেই আমার কোনো প্রাসঙ্গিক নেই

মাটির থাকে না কোনো প্রসঙ্গ প্রকরণ

মাটির মতোই আমি; মাটির মতই দলিত হই প্রতিদিন।

 

গোলাপ না পাওয়ার দুঃখ

 

তোমার মায়াবী মুখ যেন প্রভাতের নরম রোদ

অতিক্রান্ত সময়ের ক্রমধারা তোমাতে দৃশ্যমান 

ঠোঁটের সোনালি কোণে ফুটে ওঠে সভ্যতার রঙ

চোখে- কাজলের সাথে বসে আছে বয়সের তটরেখা 

 

একবার ফাগুনে গেছি তোমার শহরে; মনে আছে?

মনে কি রেখেছো সখি গোলাপ না পাওয়ার দুঃখ

দুঃখভেজা অশ্রু দিয়ে বেঁধেছিলে কথার মুকুল

স্নিগ্ধ সুতোয় গাঁথা ছিলো আবেগের ফুটন্ত গোলাপ

 

সেই তুমি এখনও বেণী করো দীঘল বনের এলোকেশ

এখনো রাঙাও ঠোঁট ভোরের বোহেমিয়ান রঙে

উতলা তোমার মন- স্নাত শিশিরে গুনগুন করো উঠুন-সরোবরে

 

ভাবো কি কখনো কিংবা দেখো কি কখনো

তোমার উঠুন জুড়ে বিছিয়ে এসেছি

আমার প্রেমের গোপন বেদনা; গুপ্ত কথার মুক্ত হাহাকার।

====================