ফুয়াদ হাসান
পোড়া পাতার গান
সবুজ পাতার উপর সহসা
এসে বসেছে একটি
পোড়া কালো পাতা
ঝরা পাপড়ির মতো
উড়ন্ত পাখির শরীর থেকে
যেভাবে পালক ঝরে পড়ে
নেচে গেয়ে, ঢেউ খেলে
ধরতে গেলেই ছাই
বাতাসে মিলিয়ে যায়
পাহাড়ে আগুন লেগেছে কোথাও
নাকি ধরিয়ে দিয়েছে
পোড়া পাতা উড়ে উড়ে
এসে বসছে আগুনে
জলন্ত জঙ্গলে
উঠোনে, টিনের চালে
আধখোলা জানলার ফাঁকে
চাদরে-বালিশে, চুলায়-হাড়িতে
দুপুরের বাড়া ভাতে
চিকা
‘মায়ের আশীর্বাদ’ লেখা
নীল ট্যাক্সির পেছনে
ইটবোঝাই একটি ট্রাক
ধুলোমাখা গায়ে তার
ধবধবে সাদা—
‘মা-বাবার দোয়া’
পেছনেই ছিল
এখন সামনে একা
দ্রুত ছুটে যাচ্ছে
‘মা-বাবার দোয়া’,
রাস্তার ওপর
লাল হয়ে পড়ে আছে
‘মায়ের আশীর্বাদ’!
====================