দেবশ্রী দে
কবিতা— ১
পাঠকের প্রতি
রাতের শান্ত মিছিলে তুমি
কামনার ঠেক,
এসব লিবিডোজাত উচ্চারণ নয়
এসব পাহাড় নয়, ঝর্ণা নয়
নয় নারীশরীরের ঢেউ ঢেউ উপত্যকা-ও
খাতার ওপরে কলম পিষে চলি
রাত আড়াইটে-তিনটে
মাল বেরোয়, মাল
পড়েছ তুমি?
গন্ধ পেয়েছ আমার ?
স্বাদ পেয়েছ?
কষা লেগেছে কি একটু?
লাগতেই পারে, হে পাঠক
তোমাকে তো খদ্দের মনে হয়নি কখনও
কবিতা— ২
প্রায়শ্চিত্ত
আমার সমস্ত ভুল
তোমার হাতে দিয়ে একদিন চলে যাব
চলে যাব সেই সময়ের কাছে
যার কোনও জানা নেই, শোনা নেই
নিশ্চিন্ত একটি দিন মিশে যাবে
আরেকটি দিনের সাথে
রাত আসবে না— বুঝে চেয়ে থাকা যাবে
ভুল তখন আর অন্ধকার নয়, নয় কোনও পাপ
তুমিও, ক্ষমার তাপে আলো জ্বেলে দেবে
আমার আমি-তে
*********************