You are currently viewing সতেরো মাত্রায় জীবনের দিনগুলি –  রিজোয়ান মাহমুদ

সতেরো মাত্রায় জীবনের দিনগুলি – রিজোয়ান মাহমুদ

১) আকাশে মেঘ
শারদীয় দিদিরা
দুধের স্তরে।

২) জম্মু-কাশ্মীর
কেন এতো অধীর
নিঃশ্বাস বন্ধ।

৩) চন্দ্রাবতী লো
সীসাপোড়া দেহে কী
বাজনা বাজে!

৪) নো ব্রা ‘ ডে মানে
কাঁচুলিহীনা গান
কী বৃষ্টিময়!

৫) তোমার চোখে
কিসের উপপাদ্য
টানছে বুকে।

৬) বসন্ত দাদু
শাহ করিম মন
বাতাসে ওড়ে।

৭) আল জাজিরা
বৃষ্টি সংবাদে হাঁটে
দ্বিধার তটে।

৮) পায়ের নৃত্য
কামারের শাবল
কবোষ্ণ দেহ।

৯)  জীবিত নদী
দুকূলে প্রজাপতি
নারীর কৃষ্ণ।

Leave a Reply