You are currently viewing মহান স্বাধীনতা দিবস ২০২৫

মহান স্বাধীনতা দিবস ২০২৫

 

মহান স্বাধীনতা দিবস ২০২৫

সুধী,
সকলকে মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা।
স্বাধীনতা অর্জনের ৫৩ বছর পেরিয়ে বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে। বিগত তেপ্পান্ন বছরে যারাই রাষ্ট্রক্ষমতায় গিয়েছে তারা শুধুই নিজেদের গোষ্ঠীস্বার্থ চরিতার্থ করেছে। ত্রিশলক্ষ শহীদের রক্তার্জিত দেশটি মুক্তিযুদ্ধের মূলনীতি থেকে সরে গিয়ে দেশকে স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীলদের অভয়ারণ্যে পরিণত করেছে। শাসকগোষ্ঠী রাষ্ট্র ও সমাজে স্বৈরাচারী, একনায়কতন্ত্রী ও ফ্যাসিবাদী ব্যবস্থা বলবৎ এবং ব্যাপকভাবে লুটপাট করেছে আর বিদেশে অর্থপাচার করেছে।
দেশের আপামর জনতা বঞ্চিত হয়েছে সুশাসন থেকে, মৌলিক অধিকার থেকে। অসম উন্নয়ন ও আমলা এবং লুটেরাকেন্দ্রিক শাসনব্যবস্থার কারনে সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠিত হয়েছে ১% ধনীদের আধিপত্য। রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, সন্ত্রাস, জবরদখল এবং লুটেরা পুঁজির দৌরাত্ম্যে মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ, অসন্তোষের আগ্নেয়গিরি তৈরি হয়েছে। স্বৈরাচারী ও একচেটিয়া শাসন শোষণে পিষ্ঠ মানুষ রুখে দাঁড়ায় এবং চব্বিশের জুলাই-আগস্টে বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে ব্যাপক গণঅভ্যূত্থানের সৃষ্টি হয় এবং প্রচুর প্রাণহানির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখা শাসকগোষ্ঠীর পতন হয়। মানুষের মনে নতুন আশা জাগে, স্বপ্ন বোনে নতুন আগামীর।
কিন্তু বিগত সাতমাসের ঘটনা পরিক্রমায় মানুষের স্বপ্ন উবে যায়। মব ভায়োলেন্সের মাধ্যমে সারাদেশে সংখ্যালঘুদের ব্যাপক নির্যাতন, শত শত মাজার মন্দির ধ্বংস, মুক্তিযোদ্ধাদের উপর চালানো ন্যাক্কারজনক অত্যাচার, মুক্তিযুদ্ধের স্মারক নিদর্শন ধ্বংস, ধানমন্ডি ৩২ নাম্বার ধ্বংস, মুক্তিযোদ্ধাদের কবর আগুনে পোড়ানো, স্বাধীনতাবিরোধী অপশক্তি জামাতে ইসলামীর ঔদ্ধত্য, জঙ্গিগোষ্ঠী হিযবুত তাহরীরের সশস্ত্র লড়াইয়ের হুমকি মানুষের জেগে ওঠা স্বপ্নে পানি ঢেলে দেয়। সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ মদদে গড়ে তোলা হয়েছে নতুন রাজনৈতিক দল- কিংস পার্টি। তাছাড়া গণঅভ্যুত্থানের পরিকল্পনায় ও অর্থায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি খোদ মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে স্বীকার করেছেন। পাশাপাশি লাশ ফেলে মানুষের সেন্টিমেট জাগিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য জামাতের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রশিবির স্নাইপার ব্যবহার করেছে এমন তথ্যও উঠে আসছে। হানাদার পাকিস্তানের সাথে সখ্যতার মাত্রা সকল সীমা অতিক্রম করে গেছে এবং পাকিস্তানী জঙ্গিগোষ্ঠীর তৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে।
দেশে এখন স্বাধীনতা বিরোধী অপশক্তির দৌরাত্ম্যে এবং তাদের আক্রমণাত্মক ভুমিকায় ব্যাপক রক্তক্ষয় ও দীর্ঘস্থায়ী নৈরাজ্য সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। মানুষের মন অজানা আশংকায় কেঁপে উঠছে।
এমন বিপন্ন সময়ের প্রেক্ষাপটে এলো মহান স্বাধীনতা দিবস। জাতির এই ক্রান্তিকালে সকল দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে সজাগ থাকার কোনো বিকল্প এখন নেই। স্বাধীনতা বিরোধী হায়েনার দল দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। অতএব, কান্ডারি হুঁশিয়ার!
*****************************
মহান স্বাধীনতা দিবস স্মরণে মনমানচিত্র সংক্ষিপ্ত আয়োজন করেছে। লিংকে ক্লিক করে পাঠের জন্য সকলকে আমন্ত্রণ।

প্রবন্ধ

রুখসানা কাজল
নুসরাত সুলতানা
বিচিত্রা সেন

গল্প

জাকিয়া শিমু

কবিতা

বদরুজ্জামান আলমগীর
আলী সিদ্দিকী
আহমদ সায়েম
আজিজ কাজল
মেহনাজ মুস্তারিন
অনন্ত পৃথ্বীরাজ
আকিব শিকদার
আগুন আমিন
**************************

Leave a Reply