You are currently viewing আজিজ কাজল-এর দু’টি কবিতা

আজিজ কাজল-এর দু’টি কবিতা

আজিজ কাজল-এর দু’টি কবিতা

নিমফুলে ॥

আমার বাড়ির আঙিনা পরাগে
হুতুম প্যাঁচার ডাক
নব-শকুনিরা বাতাস ছাড়িছে
চোখে তার শ্যেন হাঁক

সুবোধ ফুলের ওঠে না জোয়ার
ঘোর তমসার ঘোলা
মনের মদিরে নামাও আশান
ফাটাও পাষাণ খোলা

কত কথা আজো বাকির খাতায়
পড়িয়া রয়েছে ভারি
আলাদিনের জাদুর চেরাগে
সমাধা হবে না তারি

জ্বরা ইতিহাস গ্রহণ ভুলিয়া
ঠিকুজি ধরাও প্রত্নে
নতুন ব্যথার আগল খুলিয়া
নব সূচি দাও রত্নে

উলট ধ্যানেরা অটল আজিকে
কিরণ জাগা সুরুজে
নামিছে তরনি ভুলের সনদে
মাছিরা সব গরজে

কিল মারো ভাই খিল মারা জং
নতুন বীণার তারে
বিলাবল কাফি ভৈরব ইমনে
দাও রাঙা ঢেউ ভোরে

নিমফুলে -২ ॥

ব্যাথা ভরা কথা লতা ঝুলে দেখ
হৃদি মন্দিরে কড়া
দু:খের করুণে শুকালো শকুন
সোনাস্মৃতি তার ধরা

মানুষের কথা মানুষ বলিছে
কতটুকু তার রঙ
গুলতি তাহার ফাঁকাই রাখি
বাকি থাকে শুধু ভং

আগে পিছে মুই না ভাবিয়া বঁধু
ফুটাই কথার লেজ
নিজের কর্ম ফেলিয়া গলাই
বাড়তি গোবর প্যাঁচ

মননে মগজে ধরিছে ওরুশ
কামড়ে ধরেছে মাথা
চারদিকে খোলা বিষের পেয়ালা
দিবা রজনির খাতা

সাপের সুরতে হিস্ করে ওঠি
বোয়ালের মত হা তে
সিংহ ভারি আওয়াজ তুলি
বাঘের গর্জন ঘাতে

চারদিকে শুধু কথার লতানো
ডানে বামে মারে প্যাঁচ
লতানো লতায় পৃথিবী পাড়ার
ঝিম ধরা মাথা হেট
****************

Leave a Reply