আহমদ সায়েম-এর দু’টি কবিতা
শব্দ
সময়ের শব্দ গুলো দেখা যায় না
শব্দ শুনা হয়, কিন্তু আমরা দেখতে চাই
এর রহস্য, তার নিঃশ্বাস
কেউ গান ধরে ধরে তার কথা বলে; কেউ
আঘাত করে বলে —তার কতও শক্তি
আমরা এখন যে সময়ের গান গাই
যদি রবীন্দ্রনাথ থাকতেন
উনার শক্তি কোন পথে একে দিতেন!
সময়ের শব্দ গুলো রক্তাক্ত
লাল রঙে আঁকা হয়ে গেছে আগামীর দিন…
ভাষা
যার দর্শনে এতো এতো অরুচি দেখা যায়
রোদের পরে আচরণ দেখা যায় কিছু মিথ্যা নিদ্রামালা
পাঠ করো হলুদ দেয়ালের নষ্ট ফুল; মনে থাকে যেন
ঘৃণা কোনো পাঠ বা উজ্জ্বলতার মাত্র হতে পারে না
স্মৃতির পাতায় থাকা লাগে— সত্য
অনেক, অনেক সত্য আচরণ
নগ্নতা অপরাধ নয়, ভাষার ছায়ায় যদি না থাকে
সত্য, শৃঙ্খলা…
সময় দীর্ঘ হচ্ছে, আর মেনে নিতে হচ্ছে সবগুলো সত্য অতীত।
*********************