You are currently viewing শহীদ দিবস সংখ্যা  ২০২২ঃ সময় বাড়লো

শহীদ দিবস সংখ্যা ২০২২ঃ সময় বাড়লো

মহান শহীদ দিবস ২০২২ সংখ্যা

মন-মানচিত্র মহান শহীদ দিবস ২০২২ সংখ্যা জন্য লিখুন। মহান শহীদ দিবস সংখ্যা প্রকাশিত হবে। আমরা একুশের পথ ধরে একাত্তরের মুক্তিসংগ্রামের উপর বিশ্লেষণমুলক গদ্য প্রত্যাশা করছি তেমনি স্বাধীনতাত্তোর বাঙালি জীবনে একুশের মৌলিক ভুমিকা বিষয়ে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিসম্পন্ন লেখা খুঁজছি। জীবনের বৃহত্তর অ্যাখ্যানভিত্তিক গল্প, উপন্যাস এবং নিগূঢ় জীবনবোধ সম্পন্ন কবিতার অনুসন্ধান করছি। অসংখ্য লেখার মধ্যে স্বতন্ত্রভঙ্গি নিয়ে অস্তিত্ব প্রকাশক লেখাই আমরা চাইছি। আপনি আপনার শ্রমসাধ্য লেখাটি পাঠিয়ে দিয়ে আমাদের মৌলমুখি অভিযাত্রায় শরীক হোন। আমরা আপনাকে  খাঁটি পাঠকের কাছে নিয়ে যাবো।

 

নিয়মাবলীঃ

১। অভ্র/ইউনিকোডে টাইপ করে ইমেইল বডিতে পেষ্ট করে লেখা পাঠাতে হবে।

২। লেখা পাঠানোর শেষ তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২।

৩। লেখা পাঠানোর ইমেইলঃ monmanchitra@gmail.com

 

 

Leave a Reply