ডিসেম্বর সংখ্যার কাজ চলছে
পূর্বঘোষিত কায়েস আহমেদ সংখ্যার আদলে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী অনেকেই লেখা পাঠাতে সক্ষম হননি। তাই সীমিত আকারে কায়েস আহমেদের সাহিত্যকর্মের উপর আলোকপাত করা হবে। আগ্রহীরা এখনো তাদের লেখা ইমেইল করতে পারেন।
এছাড়া আমাদের সকল নিয়মিত বিভাগে যথারীতি লেখা পাঠানো যাবে। সকল বিভাগেই সারাবছর লেখা পাঠানো যাবে।
লেখা পাঠানোর নিয়মাবলীঃ
১। ইউনিকোড/অভ্রতে টাইপ করে ইমেইল বডিতে পেষ্ট করেই লেখা পাঠাতে হবে।
২। আগামী সংখ্যার লেখা পাঠানোর শেষ তারিখঃ ৩০শে নভেম্বর, ২০২১।
৩। ইমেইলঃ monmanchitra@gmail.com